উইলিয়ামসনের চোটে নিউ জিল্যান্ডের ধাক্কা

টি-টোয়েন্টিতে বাজেভাবে হারের রেশ তো আছেই। ওয়ানডে সিরিজ শুরুর আগেই আরেকটি বড় ধাক্কা পেল নিউ জিল্যান্ড। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না কেন উইলিয়ামসন। তার বদলে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 06:02 AM
Updated : 4 Feb 2020, 08:33 AM

টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেননি উইলিয়ামসন। চোট তার বাঁ কাধে। স্ক্যানে অবশ্য গুরুতর কিছু ধরা পড়েনি বলেই জানিয়েছেন দলের ফিজিও বিজয় বল্লভ। গুরুতর আকার যাতে ধারণ না করে, এজন্যই তাকে বাইরে রাখা হচ্ছে দুই ম্যাচে। তৃতীয় ম্যাচেই অধিনায়ককে পাওয়া যাবে বলে আশা তাদের।

উইলিয়ামসনের চোটে দলে ফিরেছেন মার্ক চ্যাপম্যান। হংকংয়ে জন্ম নেওয়া ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে আছেন দুর্দান্ত ফর্মে। ২০১৫ সালে হংকংয়ের হয়ে ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। পরে চলে আসেন তার বাবার দেশ নিউ জিল্যান্ডে। ২০১৮ সালে কিউইদের হয়ে সুযোগ পান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। তবে তিন ওয়ানডে খেলে ভালো না করায় হারান জায়গা।

এরপর নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি। সেই পারফরম্যান্সই আবার দলে ফেরাল ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বুধবার থেকে হ্যামিল্টনে।