ভারতকে ফের জরিমানা

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবারও মন্থর ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ভারত। খেলোয়াড়দের সবাইকে গুণতে হচ্ছে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 01:48 PM
Updated : 3 Feb 2020, 01:54 PM

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচেও একই কারণে জরিমানার মুখে পড়েছিল সফরকারীরা। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে গত শুক্রবার ওই ম্যাচের জন্য খেলোয়াড়দের সবাইকে গুণতে হয়েছিল ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা।

আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়। শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করে ভারত।

মাউন্ট মঙ্গানুইয়ে রোববার ম্যাচটি ৭ রানে জিতে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করে তারা। কিউইরা আটকে যায় ৯ উইকেটে ১৫৬ রানে।

মাঠের দুই আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার মন্থর ওভার রেটের বিষয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে প্রতিবেদন জমা দেন। ম্যাচ রেফারির অভিযোগে দায় মেনে নেন বিরাট কোহলির বিশ্রামে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মা। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতা ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টও খেলবে।