‘জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ভাই অবশ্যই খেলবেন’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2020 05:59 PM BdST Updated: 03 Feb 2020 08:55 PM BdST
মুমিনুল হকের মতে, পাকিস্তানে মুশফিকুর রহিমের অভাব প্রবলভাবেই অনুভব করবে দল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তাই মুশফিকের খেলা নিয়ে সংশয়ের কারণ দেখেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
Related Stories
এমনিতে মুশফিকের ওপর বাংলাদেশ দলের যা নির্ভরতা, তার যা পারফরম্যান্স, তাতে তাকে নিয়ে সংশয়ের প্রসঙ্গই ওঠার কথা নয়। কিন্তু কোচ রাসেল ডমিঙ্গোর একটি কথার সূত্র ধরেই জাগছে প্রশ্ন।
পাকিস্তান সফর পূর্ব সংবাদ সম্মেলনে সোমবার ডমিঙ্গোর কণ্ঠে ছিল কিছুটা অনিশ্চয়তার সুর। রাওয়ালপিন্ডি টেস্টে মুশফিক না খেলায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে। পরের টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আবার মুশফিক ফিরবেন। এসব নিয়ে ভাবনায় দোলাচলে কোচ।
তবে পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট অধিনায়কের মনে কোনো দোলাচল নেই। সোমবার বিকেলে মুমিনুল বললেন, মুশফিক অবশ্যই খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে।
“এটা বলার অপেক্ষা রাখে না… আপনারাও জানেন, আমিও জানি, গোটা ক্রিকেট বিশ্ব জানে যে মুশফিক ভাইয়ের মতো একজন ব্যাটসম্যান না থাকা বিরাট ক্ষতি। সবাই মিস করবে এমন একজনকে। একজন অধিনায়কের জন্য, দলের সবার জন্য বিরাট ঘাটতি এটি।”
“পাশাপাশি এটিও বলার অপেক্ষা রাখে না, মুশফিক ভাই জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই খেলবেন। বাংলাদেশে খেলা যেহেতু, তিনি অবশ্যই খেলবেন।”
রাওয়ালপিন্ডি টেস্ট শুরু আগামী শুক্রবার। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে মঙ্গলবার। নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টির মতো টেস্ট খেলতেও যাচ্ছেন না মুশফিক।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু আগামী ২২ ফেব্রুয়ারি, মিরপুরে।
-
৮ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ স্ট্রিক
-
কোহলিকে ছাপিয়ে চূড়ায় বাবর
-
‘এমন ম্যাচ সবসময় দেখা যায় না’
-
ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
-
আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
-
কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
-
হ্যাডলি মেডেল আবারও উইলিয়ামসনের
-
পজিটিভ থেকে পরদিনই নেগেটিভ, দেশের পথে ৫ প্রোটিয়া ক্রিকেটার
সর্বাধিক পঠিত
- ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
- মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র্যাব
- বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি
- ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি
- কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
- করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু
- আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
- লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
- লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু
- ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি