টেস্ট খেলতে মুস্তাফিজের কি করতে হবে, জানালেন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2020 04:11 PM BdST Updated: 03 Feb 2020 08:55 PM BdST
সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই রাসেল ডমিঙ্গোর। বাঁহাতি পেসারের ফর্মের ওঠা-নামা নিয়েও খুব একটা চিন্তিত নন তিনি। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ভালো করতে হলে বাঁহাতি পেসারকে বোলিংয়ের টেকনিক্যাল বিষয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।
Related Stories
ভারত সফরে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি মুস্তাফিজের। পাকিস্তান সফরের দলে জায়গা পাননি তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন, নতুন কিছু অস্ত্র ভাণ্ডারে যোগ করতে হবে এই তরুণকে।
“মুস্তাফিজ জানে, সে এখন কিছুটা চাপে আছে বিশেষ করে সাদা-বলের ক্রিকেটে। তবে স্কিল ও অভিজ্ঞতার বিবেচনায় এখনও সে আমাদের এক নম্বর বোলার। চাপের মধ্যে খুব ভালো পারফর্ম করেছে। ওর ফর্মের ওঠা-নামা থাকতেই পারে, কারণ এটা খুব কঠিন কাজ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, সে সাদা-বলের ক্রিকেটে ঘুরে দাঁড়াবে।”
“টেস্ট খেলতে হলে ওকে কিছু কাজ করতে হবে। আমি জানি, শার্ল ল্যাঙ্গাভেল্ট ওকে নিয়ে ব্যস্ত ছিল। ওটিস গিবসনও ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বল ভেতরে ঢোকানো নিয়ে ওর সঙ্গে কাজ চালিয়ে যাবে। আবার টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হতে তার কিছু টেকনিক্যাল কাজ করতে হবে।”
ওয়ানডে বা টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখনও ডমিঙ্গোর প্রথম পছন্দ। টেস্টে হাসান মাহমুদের মতো তরুণদের পরীক্ষা করে নিতে চান তিনি।
“আমি আগেও বললাম, টেস্টের জন্য বিবেচিত হতে হলে ওকে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। আমি সাদা বলের কথা বলছি না। টেস্টের ক্ষেত্রে আমরা বাকি অপশনগুলোকে দেখছি। হাসান মাহমুদ হতে পারে এদের মধ্যে একজন। অনেক প্রতিভাবান সে। টেস্টের ক্ষেত্রে আমাদের বাকি বোলারদেরকেও দেখতে হবে।”
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি