পাকিস্তানে টেস্টে ‘ওপেনিংয়ে সাইফ, চারে মুমিনুল’

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট দলের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। রাওয়ালপিন্ডিতে অভিষেক হয়ে যেতে পারে তরুণ ওপেনার সাইফ হাসানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 09:32 AM
Updated : 3 Feb 2020, 02:56 PM

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আভাস দিয়েছেন, তিনে খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত আর চারে মুমিনুল হক।

ভারত সফরেই অভিষেক হতে পারত সাইফের। আঙুলের চোটে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যাওয়ায় অপেক্ষা বাড়ে এই তরুণের। চোটের জন্য সাদমান ইসলাম ও ইমরুল কায়েস দলে না থাকায় পাকিস্তানের বিপক্ষে সাইফের অভিষেক অনেকটাই নিশ্চিত।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে ব্যাটিং অর্ডার নিয়ে ধারণা দিতে গিয়ে কোচ জানালেন, তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফকে।

“এই মুহূর্তে ঠিক করা আছে, মুমিনুল চারে ব্যাট করবে। আমি হয়তো শান্তকে তিনে খেলাব। তামিমের সঙ্গে ওপেন করবে সাইফ। পাঁচ-ছয়ে খেলতে পারে মোহাম্মদ মিঠুন ও (মাহমুদউল্লাহ) রিয়াদ। লিটন সম্ভবত খেলতে পারে সাতে।”       

ভারত সফরে চারে ব্যাট করেছিলেন মিঠুন। সেখানে খুব একটা ভালো না করলেও নিজেকে মেলে ধরার আরও সুযোগ পাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রধান কোচের আশা দলে জায়গা পাকা করতে এই সিরিজ কাজে লাগাবেন তরুণরা।

“এই সিরিজ শান্ত, সাইফ, মিঠুনের মতো তরুণদের নিজেদের জায়গা স্থায়ী করার দারুণ সুযোগ।”