বাংলাদেশ সফরের আগে জার্ভিসকে হারাল জিম্বাবুয়ে

বাংলাদেশ সফরের আগে বড় একটা ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। পিঠের নিচের দিকের চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার কাইল জার্ভিস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 03:02 PM
Updated : 2 Feb 2020, 03:02 PM

শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে প্রথম টেস্টে খেলার সময় চোট পান ৩০ বছর বয়সী জার্ভিস। চোটের কাছে হার মেনে খেলতে পারেননি পরের টেস্টে।

এবার শুরুর আগেই শেষ হয়ে গেছে তার বাংলাদেশ সফর। এমআরআই স্ক্যানে নিশ্চিত হয়েছে, মাঠে ফিরতে অপেক্ষা বাড়ছে জার্ভিসের। আয়ারল্যান্ডের বিপক্ষে এপ্রিলের সিরিজ দিয়ে হয়তো ফিরতে পারবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন জার্ভিস। ২০১৮ সালে দুই ম্যাচের সেই সিরিজে ১৫.৫০ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ৫ টেস্টে ২৪.২৯ গড়ে নিয়েছেন ২৪ উইকেট। ১৩ ওয়ানডেতে ২৮.৬৩ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। টি-টোয়েন্টিতে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।

আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। পরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।