সাদমান নেই বলে সৌম্য, ‘আরও সুযোগ’ মিঠুনকে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020 10:33 PM BdST Updated: 01 Feb 2020 10:34 PM BdST
অভিষেক টেস্টে ছিল একটি ফিফটি। এরপর ৬ টেস্ট খেলে আর কোনো ফিফটি নেই। একের পর এক ম্যাচে আউট বাজে শটে। তারপরও মোহাম্মদ মিঠুনকে আরও সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা। এজন্যই এই ব্যাটসম্যান টিকে গেছেন পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট দলে। সৌম্য সরকারকে দলে ফিরিয়েছে সাদমান ইসলামের চোট।
সবশেষ সিরিজের বাংলাদেশ দল থেকে পাকিস্তান সফরের দলে অনেক পরিবর্তনের মধ্যে আছে এই দুজনের দলে থাকা। টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও সুযোগ পেয়েছেন দুজন।
মিঠুন সবশেষ সিরিজে ভারতে দুই টেস্ট খেলে চার ইনিংসে করেছেন ৩৭ রান। এর আগে নিউ জিল্যান্ডে চার ইনিংসের তিনটিতেই ছুঁতে পারেননি দুই অঙ্ক। সব মিলিয়ে ১ বছরের মধ্যে ৭ টেস্টে সুযোগ পেয়ে তার গড় মোটে ১৭.৫৪।
শুক্রবার শুরু হওয়া বিসিএলের প্রথম দিনে তিন রান করে আউট হয়েছেন আলগা শটে। তারপরও কিভাবে মিঠুন সুযোগ পান? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক।
“মিঠুন এখনও টেস্টে ভালো করেনি সত্য। তবে আমরা তাকে আরও দেখতে চাই বলে সুযোগ দিয়েছি। তাছাড়া পাকিস্তানে টি-টোয়েন্টি খেলে এসেছে ও, কন্ডিশন চেনে। আমরা খুব বেশি নাড়াচাড়া করতে চাইনি দলে।”

এরপর জাতীয় লিগে খুব ভালো কিছু করতে পারেননি। শুক্রবার শুরু হওয়া বিসিএলের প্রথম দিনে আউট হয়েছে ৩৬ রানে। তারপরও সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন মিনহাজুল।
“সাদমান থাকলে হয়তো সৌম্য সুযোগ পেত না। তবে সাদমানের ইনজুরি। আমাদের মনে হয়েছে, সৌম্যকে দুইভাবে কাজে লাগানো যেতে পারে। ইনিংস ওপেন তো করতে পারেই, প্রয়োজনে নিচের দিকেও খেলতে পারে পাঁচ-ছয়ে। যদি দ্বিতীয় নতুন বল খেলতে হয়, তখন সৌম্যকে কাজে লাগতে পারে। টিম ম্যানেজমেন্ট ওকে যেভাবে ব্যবহার করতে চায়, কাজে লাগাতে পারবে।”
দলে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন মুস্তাফিজুর রহমানের বাদ পড়া। সবশেষ সিরিজে ভারত সফরে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। নিজের খেলা সবশেষ ৩ টেস্টে নিয়েছেন ২ উইকেট।
প্রধান নির্বাচক জানালেন, পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন এই বাঁহাতি পেসার।
“মুস্তাফিজের টেস্ট পারফরম্যান্স তো একদমই ভালো হচ্ছে না। ভারতে ওকে টেস্ট খেলায়নি টিম ম্যানেজমেন্ট। আপাতত সে ঘরোয়া ক্রিকেটে খেলতে থাকুক লাল বলে, ভালো পারফর্ম করলে এর পর দেখা যাবে।”
পাকিস্তানে এই দফার সিরিজে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়াপিন্ডিতে ম্যাচ শুরু আগামী শুক্রবার। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে মঙ্গলবার।
রাওয়ালপিন্ডি টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।
-
বৃষ্টির জন্য লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’