পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে শান্ত-সৌম্য-রুবেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020 06:28 PM BdST Updated: 01 Feb 2020 06:52 PM BdST
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন, দুই বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অনুমিতভাবেই দলে নেই নিরাপত্তা শঙ্কায় সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। চোটের জন্য নেই দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস এবং দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন।
সবশেষ সফরের দল থেকে নেই ছয় জন। দলে এসেছেন তামিম, সৌম্য ও শান্ত। বিস্ময় হয়ে এসেছে পেসার রুবেলের দলে আসা। ২০১৮ সালে ২৬ টেস্টের সবশেষটি খেলা এই পেসার মাঝে এমন কিছু করেননি।
এই সংস্করণে তার রেকর্ডও আশা দেখাচ্ছে না। স্ট্রাইক রেট ১২৩.২, গড় ভীষণ বাজে ৮০.৩৩। গত জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ৩১ গড়ে নিয়েছিলেন কেবল ১৩ উইকেট। এর অর্ধেক উইকেটই পেয়েছিলেন এক ইনিংসে, ৫১ রানে নিয়েছিলেন ৭টি।
১৪ সদস্যের দলে ফেরা সৌম্য গত বছর আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন সবশেষ টেস্ট। ২০১৮ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন শান্ত।
সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে ছিলেন না তামিম। বাঁহাতি এই ওপেনারের দলে ফেরা অনুমিতই ছিল। দল ঘোষণার দিন বিসিলে ২২২ রান করে অপরাজিত আছেন তিনি।
এদিন সেঞ্চুরি পাওয়া মুমিনুল হক টিকে গেছেন নেতৃত্বে। যদিও দেশের বাইরে তার সময় ভালো যাচ্ছে না। সবশেষ ১৫ ইনিংসে করেছেন কেবল ১২০ রানে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।
-
ম্যাথিউস-ধনাঞ্জয়ার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ