রনি-আরিফুলের লড়াই, রাজ্জাকের দারুণ বোলিং

আগের দিন আগুন ঝরানো পেসার শফিউল ইসলামকে দ্বিতীয় দিন ঠিকঠাক সামলাতে পারলেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। অন্য পেসারদেরও সামলালেন দারুণভাবে। চট্টগ্রামের সবুজ উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেললেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। রনি তালুকদার ও আরিফুল হকের লড়াকু ফিফটির পরও তাই দক্ষিণাঞ্চল পেল লিড।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 11:33 AM
Updated : 1 Feb 2020, 02:26 PM

বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে লিড বাড়িয়ে নিচ্ছে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিনের খেলা শেষে দলটি এগিয়ে ৯৫ রানে। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া শাহরিয়ার নাফীস খেলছেন ১৯ রানে। ১৬ রানে ব্যাট করছেন শামসুর রহমান।

শূন্য রানে মাঠ ছেড়েছেন এনামুল হক। ইবাদত হোসেনের গতিময় বাউন্সার ঠিক মতো ছাড়তে পারেননি এই ওপেনার। বল আঘাত হানে হেলমেটে। পরে মাঠ ছাড়েন এই তরুণ।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ এবার টিকতে পারেননি। তাসকিন আহমেদের বেশ বাইরের বলে ধরা পড়েন স্লিপে জুনায়েদ সিদ্দিকের হাতে। বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার ও শামসুর। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ৫ উইকেটে ৪৬ রানে দিন শুরু করে উত্তরাঞ্চল। রনি ও তানবীর হায়দারের দৃঢ়তায় শুরুটা ভালো করে তারা।

প্রথম সেশন কোনো ক্ষতি ছাড়া কাটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগায় তারা। রাজ্জাককে ড্রাইভ করার চেষ্টায় তানবীর স্লিপে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়লে ভাঙে ৫৮ রানের জুটি।

পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টেকেননি রনি। রাজ্জাকের দারুণ এক ডেলিভারিতে ফিরেন এলবিডব্লিউ হয়ে। উত্তরাঞ্চলের ওপেনারের ১৪৩ বলে খেলা ৫৫ রানের ইনিংস গড়া ছয় চার ও এক ছক্কায়।
আরিফুলের সঙ্গে সুমন খানের জুটিতে ধাক্কা সামাল দেয় উত্তরাঞ্চল। সুমন ছিলেন বেশ সাবলীল, খেলছিলেন আরিফুলের সঙ্গে পাল্লা দিয়ে। জমে যাওয়া জুটি ভাঙেন রাজ্জাকই। স্টাম্পের একটু বাইরের বলে কিপারের গ্লাভসে ক্যাচ দেন সুমন।

তাসকিন আহমেদকে বিদায় করে নিজের চতুর্থ উইকেট নেন রাজ্জাক। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন আরিফুল। তবে ইবাদত হোসেনকে বোল্ড করে ২০৭ রানে উত্তরাঞ্চলকে গুটিয়ে দেন শফিউল। ৪০ রানে নেন ৬ উইকেট। রাজ্জাক ৪ উইকেট নেন ৭২ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৬২

উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ৪৬/৫) ৭৭.১ ওভারে ২০৭ (রনি ৫৫, তানবীর ৩৪, আরিফুল ৫৮*, সুমন ২৭, তাসকিন ৭, ইবাদত ০; শফিউল ১৯.১-৮-৪০-৬, আল আমিন ১০-৪-১৮-০, কামরুল রাব্বি ১২-২-৫০-০, রাজ্জাক ২৭-৬-৭২-৪, মাহমুদউল্লাহ ৯-২-২২-০)

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ২২ ওভারে ৪০/১ (শাহরিয়ার ১৯, এনামুল আহত অবসর ০, মাহমুদ ২, শামসুর ১৬; ইবাদত ৬-১-৯-০, তাসকিন ৫-১-১২-১, আরিফুল ৩-৩-০-০, সুমন ৪-০-১২-০, সানজামুল ৩-১-৩-০, তানবীর ১-০-২-০)