অপেক্ষা বাড়ল পান্ডিয়ার

নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হার্দিক পান্ডিয়াকে দলে পাচ্ছে না ভারত। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি এই পেস অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 10:24 AM
Updated : 1 Feb 2020, 10:25 AM

গত ৫ অক্টোবর লন্ডনে তার পিঠে অস্ত্রোপচার করানো হয়। নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার আশায় ছিলেন তিনি। কিন্তু তা না হওয়ায় পান্ডিয়া এখন পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

ক্যারিয়ারে পান্ডিয়া ১১ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৮ সালের অগাস্টে, সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে। পিঠে চোট পান পরের মাসে এশিয়া কাপের সময়। এই কারণে খেলতে পারেননি গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।

গত সেপ্টেম্বরে দলের ফিজিওর সঙ্গে আলোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পান্ডিয়া।

গত বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। দলে ফেরেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য এখনও দল দেয়নি ভারত। পান্ডিয়ার আগে দল থেকে ছিটকে গেছেন ইশান্ত শর্মা। রঞ্জি ট্রফিতে খেলার সময় গোড়ালির গাঁটে চোট পান এই অভিজ্ঞ পেসার।

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।