হারারে টেস্ট বৃষ্টি আর জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে

বাজে আবহাওয়ার কারণে হারারে টেস্টে চতুর্থ দিনেও পুরো সময় খেলা হলো না। যেটুকু হয়েছে তাতে শ্রীলঙ্কান বোলারদের ওপর চাপ ধরে রেখেছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 03:46 PM
Updated : 30 Jan 2020, 03:46 PM

বৃষ্টির বাধায় বৃহস্পতিবার খেলা হয়েছে ৫৪ ওভার। তাতে ৬ উইকেট হারিয়ে আরও ১৭৯ রান যোগ করেছে স্বাগতিকরা। দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪১, লিড ৩৫৪ রানের।

হারারে স্পোর্টস ক্লাবে ১ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। এক রান যোগ করেই আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রেজিস চাকাভা। দলীয় স্কোর একশ পার হওয়ার পর রান আউট হন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরে।

দ্রুত রান তুলে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রেন্ডন টেইলর। লাহিরু কুমারার বলে এলবিডব্লিউ হওয়ার আগে খেলেন ৭৫ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬৭ রানের মূল্যবান ইনিংস।

ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও অধিনায়ক শন উইলিয়ামস গড়েন ৭০ রানের জুটি। রাজাকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো। টিনোটেন্ডা মুতুমবদজিকে ফেরান সুরঙ্গা লাকমল।

৭৬ বলে ৬টি চারে ৪৭ রানে অপরাজিত আছেন উইলিয়ামস।

লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪০৬

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯৩

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (আগের দিন ৬২/১) ৭৪.৫ ওভারে ২৪১/৭ (মাসভাউরে ৩৫, আরভিন ১৩, চাকাভা ১৫, টেইলর ৬৭, মারুমা ০, রাজা ৩৪, উইলিয়ামস ৪৭*, মুতুমবদজি ৮; লাকমল ১৭.৫-৫-২৮-১, ধনাঞ্জয়া ৭-২-৩২-০, বিশ্ব ২০-৫-৪৩-২, কুমারা ১০-২-৩৮-১, এম্বুলদেনিয়া ২০-০-৮১-২)