বোল্ট-হেনরি-ফার্গুসনকে ছাড়াই নিউ জিল্যান্ড দল

চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের তিন পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কাইল জেমিসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 11:51 AM
Updated : 30 Jan 2020, 11:55 AM

আঙুল ভেঙেছে হেনরির, বোল্টের ভেঙেছে হাত, আর পায়ের মাংশপেশির চোটে ভুগছেন ফার্গুসন। তাদের ছাড়াই বৃহস্পতিবার ওয়ানডে দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট।

দলে ফিরেছেন দুই পেসার স্কট কুগেলাইন ও হামিশ বেনেট। জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন কুগেলাইন, ১৬টি খেলেছেন বেনেট। সবশেষ তারা ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে। পেস আক্রমণে তাদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টিম সাউদি।

তিন ওয়ানডের প্রথমটি খেলার পর চার দিনের ম্যাচ খেলতে ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন স্পিনার ইশ সোদি।

ব্যাটিংয়ে হেনরি নিকোলসের সঙ্গে ওপেনার হিসেবে আছেন মার্টিন গাপটিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম। অলরাউন্ডার হিসেবে দলে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার ও জেমস নিশাম।

গত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয় হারের পর এই সিরিজ দিয়ে ওয়ানডে শুরু করবে নিউ জিল্যান্ড।

আগামী বুধবার হ্যামিল্টনে হবে প্রথম ওয়ানডে।

নিউ জিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, টম ল্যাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোদি (১ম ওয়ানডে), টিম সাউদি, রস টেইলর।