ছিটকে গেলেন আর্চার

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেসার জফ্রা আর্চার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 03:37 PM
Updated : 29 Jan 2020, 05:54 PM

ডান কনুইয়ে চোট পাওয়া ২৪ বছর বয়সী এই পেসার দেশে ফিরে গেছেন। তার জায়গায় পেসার সাকিব মাহমুদকে দলে নেওয়ার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

এই চোটের কারণেই চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ তিনটিতে খেলতে পারেননি আর্চার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। দল জিতেছিল ১০৭ রানে। সিরিজে ৩-১ ব্যবধানে জেতে ইংলিশরা।

ওয়ানডে সিরিজের পর মাহমুদ দলের সঙ্গে থেকে যাবেন। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী এই ডানহাতি পেসার।

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা নিয়েও শঙ্কা প্রকাশ করেন আর্চার।

আগামী মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই দলে আগে থেকেই ছিলেন না আর্চার।

টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১২ ফ্রেবুয়ারি।