রুমানাকে নিয়েই বিশ্বকাপের বাংলাদেশ দল

চোটের কারণে সবশেষ ভারত সফরে ছিলেন না রুমানা আহমেদ। তবে দেশের সেরা অলরাউন্ডারকে নিয়েই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 02:44 PM
Updated : 29 Jan 2020, 02:44 PM

১৫ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন সালমা খাতুন। তার সহকারী রুমানা। লতাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল চলে যাচ্ছে একটু আগেই। আগামী সোমবার দল পৌঁছাবে ব্রিজবেনে।

আগামী ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি নিজেদের ব্যবস্থায় বাংলাদেশ তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে গোল্ডকোস্টে। এরপর ১৬ ও ২০ ফেব্রুয়ারি অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ও পাকিস্তান।

মূল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে পার্থে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি।

স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিন, লতা মণ্ডল, পুজা চক্রবর্তি, রাবেয়া