দু প্লেসির সঙ্গে বচসায় জড়িয়ে ব্রডের শাস্তি

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে বচসায় জড়িয়ে শাস্তি পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 12:57 PM
Updated : 28 Jan 2020, 12:57 PM

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের টেস্ট সিরিজে পঞ্চম খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন ব্রড।

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের একটি থ্রো দু প্লেসির প্যাডে লাগলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আশেপাশে থাকা ফিল্ডারদের সঙ্গে কথা কাটাকাটি হয় দু প্লেসির।

এক পর্যায়ে ইংলিশ কিপার জস বাটলারের সঙ্গে ধাক্কা লাগে স্বাগতিক অধিনায়কের। পরে তার সঙ্গে উত্তপ্ত তর্কে জড়ান কাভারে ফিল্ডিং করা ব্রড। সেই ঘটনাতেই তার এই শাস্তি।

ব্রডের ডিমেরিট পয়েন্ট হলো দুটি। ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে রিশাব পান্তকে আউটের পর ফেরার পথ দেখিয়ে পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট।

ওয়ান্ডারার্স টেস্টে ইংলিশ অলরাউন্ডার বেস স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডারেরও শাস্তি হয়েছে। এর আগে পোর্ট এলিজাবেথ টেস্টে শাস্তি হয় কাগিসো রাবাদার। দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি এই পেসার। এর আগে কেপ টাউন টেস্টে শাস্তি হয়েছিল বাটলারের।

চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে তারা।