বৃষ্টির হতাশায় শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি সফর

অভিষেক হতে পারত হাসান মাহমুদের। নাজমুল হোসেন শান্তকে হয়তো আরেকবার পরখ করা যেত টি-টোয়েন্টিতে। ভুলগুলো শোধরানো যায় কতটা, সেসবও দেখার ছিল। সিরিজ হেরে যাওয়ার পর শেষ ম্যাচ থেকে এসবই ছিল বাংলাদেশের চাওয়া। কিন্তু সব আশা ভেসে গেল বৃষ্টিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 11:37 AM
Updated : 27 Jan 2020, 12:30 PM

পরিত্যক্ত হয়েছে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। স্বাগতিকরা সিরিজ জিতে নিয়েছে ২-০তে।

টানা বৃষ্টিতে সোমবার টসই হতে পারেনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার শেষ সময় ছিল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা। বৃষ্টির অবস্থা দেখে আরও প্রায় ৩৫ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হয়।

শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত হয়েছে পাকিস্তানের। এই ম্যাচে হেরে গেলে জায়গা হারাতে হতো তাদের।

আগের ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া তিন ক্রিকেটার খেলবেন শেষ ম্যাচে। সেই সুযোগ আর দিল না বৃষ্টি।

সোমবার রাতেই লাহোর ছাড়বে বাংলাদেশ দল। রাত ৩টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা দলের।

পাকিস্তানে দ্বিতীয় দফার সফরে বাংলাদেশের টেস্ট ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে, রাওয়ালপিণ্ডিতে।