বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020 02:40 PM BdST Updated: 27 Jan 2020 06:05 PM BdST
সিরিজ হারানোর পর স্কোয়াডের অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ কোচের আশা পূরণ হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
লাহোরে সোমবার টসই হতে পারেনি বৃষ্টির দাপটে। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
২-০ ব্যবধানে সিরিজ জেতা পাকিস্তান ধরে রেখেছে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। টি-টোয়েন্টিতে সমীহ করার মতো দল হয়ে উঠতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে কতটা উন্নতি করতে হবে, তাই যেন এই সফরে আরেকবার বুঝতে পারল বাংলাদেশ।
Winners #PAKvBAN pic.twitter.com/3lDCjvrMy4
— Pakistan Cricket (@TheRealPCB) January 27, 2020
প্রথম টেস্ট খেলতে আগামী মাসের শুরুতে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি শুরু হবে সেই ম্যাচ। পরে এপ্রিলে আবার সফরে যাবে ডমিঙ্গোর দল। তৃতীয় দফায় করাচিতে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে তারা।
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে লড়াই করা বাংলাদেশ পাত্তাই পায়নি দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সিরিজ হারানো দলটি উন্মুখ জয় নিয়ে ফিরতি। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে লড়াইয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচে ৫ উইকেটে ও পরেরটি ৯ উইকেটে হারে বাংলাদেশ।
দুই ম্যাচেই আগে ব্যাট করা সফরকারীরা পারেনি বড় সংগ্রহ গড়তে। তামিম ইকবালকে ঘিরে গড়ে তুলতে পারেনি নিজেদের ইনিংস। তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা থাকছেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে বোলাররাও খুব একটা ভালো করতে পারেননি। দুই ম্যাচেই হাতছাড়া হয়েছে আউটের সহজ সুযোগ।
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ