বিদায়ের আগে ফিল্যান্ডারের শাস্তি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন জানিয়েছেন আগেই। ক্যারিয়ারের শেষ ম্যাচে অনুপযুক্ত ভাষা ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়লেন ভার্নন ফিল্যান্ডার। প্রোটিয়া অলরাউন্ডারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 02:32 PM
Updated : 26 Jan 2020, 02:32 PM

জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে শনিবার এই কাণ্ড ঘটান ফিল্যান্ডার। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৮৫তম ওভারে জস বাটলারকে আউট করার পর তাকে লক্ষ্য করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন তিনি।

মাঠে অশ্লীল কোনো কথার প্রমাণ পেলে সেটিকে আইসিসি আচরণবিধির লেভেল এক ভাঙার অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই মাত্রার আচরণবিধি ভাঙার অপরাধে ডিমেরিট পয়েন্টসহ ফিল্যান্ডারকে জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।