ব্যাটসম্যানদের ‘স্বার্থপর’ হতে বললেন ম্যাকেঞ্জি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2020 05:35 PM BdST Updated: 26 Jan 2020 05:35 PM BdST
ধারাবাহিকতার অভাব আর ভালো শুরুটা বড় করতে না পারা বাংলাদেশের ব্যাটসম্যানদের সব সময়ের সমস্যা। এর সমাধানে দারুণ পরিশ্রম করা নিল ম্যাকেঞ্জি দেখছেন না খুব একটা উন্নতি। ব্যাটিং কোচ এবার নিয়েছেন নতুন কৌশল। সুযোগ নষ্ট না করার ব্যাপারে স্বার্থপর হতে বলেছেন ব্যাটসম্যানদের।
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি ম্যাকেঞ্জি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাজ করছেন টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে। রোববার অনুশীলনের ফাঁকে জানালেন, দলকে জেতানোর স্বার্থেই ক্রিকেটারদের স্বার্থপর হতে বলছেন তিনি।
“কোনো সন্দেহ নেই, বাংলাদেশ প্রতিভাবান ক্রিকেটারে পূর্ণ। তবে আমাদের আরেকটু ধারাবাহিকতা প্রয়োজন। আমি চাই দলকে জেতাতে ওদের কেউ স্বার্থপরের মতো খেলুক। নিজের জন্য স্বার্থপর নয়। সুযোগ হাতছাড়া না করার ব্যাপারে স্বার্থপর। যদি ৮০ রান করা সম্ভব হয়, এরপর সেঞ্চুরি কিংবা ১৪০ বা ডাবল সেঞ্চুরি নয় কেন?”
পরের ম্যাচ নিশ্চিত মানসিকতা নিয়েও খেলেন কেউ কেউ। এই ধরনের ভাবনা নিরুৎসাহিত করছেন ম্যাকেঞ্জি। তাদের ধারাবাহিকতা বাড়ানোর দিকে মনোযোগ বাড়াতে বলছেন ব্যাটিং কোচ।
“ধারাবাহিকতার জন্য আরেকটু বেশি ক্ষুধা প্রয়োজন। অনেক সময়ই ছেলেরা পরের ম্যাচ খেলতে পেরেই খুশি হয়। যদি কেউ ৪০ বা ৬০ রান করে (খুশি হয়), এটা ভুল মানসিকতা। আমি চাই ছেলেরা বিশ্বের সেরা হওয়ার চেষ্টা করুক কিংবা বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হোক। আমরা এই ব্যাপারটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা উন্নতিও করছি। তবে এটা হতাশাজনকও।”
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে পাকিস্তানে প্রকট হয়ে উঠেছে মিডল অর্ডারের ব্যর্থতা। টপ অর্ডা্র ব্যাটসম্যানের অনেকে মিডল অর্ডারে খেলায় এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ম্যাকেঞ্জি।
“রাসেল (ডমিঙ্গো) নতুন কোচ, সে ভিন্ন ভিন্ন কম্বিনেশন নিয়ে চেষ্টা করছে। আমার মনে হয়, এই মুহূর্তে আমাদের এমন অনেক ব্যাটসম্যান আছে যারা টপ অর্ডারে ব্যাট করতে পারে। স্কোয়াডে যারা আছে তারা সবাই মানসম্পন্ন ক্রিকেটার কিন্তু সবাই টপ অর্ডার ব্যাটসম্যান। মিডল অর্ডারে ব্যাট করার জন্য ভিন্ন দক্ষতার প্রয়োজন হয়। ভিন্ন মানসিকতারও প্রয়োজন হয়।”
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
রাজার জরিমানা
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
-
বাদ পড়ে অবসরের কথা ভেবেছিলেন অ্যান্ডারসন
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল