দর্শককে কটু কথা বলে বিপদে স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2020 11:47 PM BdST Updated: 24 Jan 2020 11:47 PM BdST
একসময় বিতর্ক ছিল তার নিত্য সঙ্গী। তবে সেই দিনগুলিকে পেছনে ফেলেছেন বলেই মনে হচ্ছিল। গত বছর দুয়েকে ২২ গজে অসাধারণ পারফরম্যান্স দিয়েই আলোড়ন তুলেছেন বারবার। কিন্তু আবার বিতর্কে জড়ালেন বেন স্টোকস। দর্শককে কটু কথা বলায় শাস্তির সম্মুখীন হতে পারেন আইসিসির বর্তমান বর্ষসেরা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে শুক্রবার এই কাণ্ড ঘটান স্টোকস। মাত্র ২ রানে আউট হয়ে ফেরার পথে ড্রেসিং রুমের সিঁড়িতে পা রাখার ঠিক আগে ডান পাশে গ্যালারিতে একজনের দিকে তাকিয়ে ইংলিশ অলরাউন্ডার বলেন, “এসো, মাঠের বাইরে এসে আমাকে এটা বলো…।” এটুকুর পর অশ্রাব্য ভাষায় আরেকটু কথা বলে উঠে যান সিঁড়ি দিয়ে।
টিভির সরাসরি সম্প্রচারে সেটা ধরা পড়েনি। তবে পরে ব্রডকাস্টাররা সেই দৃশ্য বেশ কয়েকবার দেখিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায় দ্রুতই।
ওই দর্শক স্টোকসকে কি বলেছিলেন, টিভি ক্যামেরায় তা ধরা পড়েনি। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মধ্য বয়সী ওই দর্শক সম্ভবত বলেছিলেন, স্টোকসকে দেখতে গায়ক এড শিরানের মতো লাগে।
মাঠে অশ্লিল কোনো কথার প্রমাণ পেলে সেটিকে আইসিসি আচরণবিধির লেভেল এক ভাঙার অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটির শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট। স্টোকসের নামের পাশে এখন কোনো ডিমেরিট পয়েন্ট জমা নেই। তাই এই শাস্তি পেলে বলা যায় আপাতত রক্ষাই পাবেন স্টোকস।
কিন্তু তার কথাকে যদি আঘাতের হুমকি হিসেবে গণ্য করা হয়, তাহলে আচরণবিধির লেভেল তিন ভাঙার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে। সেটি প্রমাণিত হলে ৫ থেকে ৬টি ডিমেরিট পয়েন্ট পাবেন স্টোকস, মানে নিশ্চিত নিষেধাজ্ঞা।
আর যদি তার কথায় খেলাটির জন্য দুর্নাম বয়ে আনার কিছু পান ম্যাচ রেফারি, তাহলে আচরণবিধির লেভেল এক থেকে চার পর্যন্ত যে কোনো ধারা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। লেভেল চার মানে সবচেয়ে গুরুতর অপরাধ।
ম্যাচ রেফারি অবশ্য অভিযোগ আনার সময় কিছু কিছু ব্যাপার মাথায় রাখবেন। ওই দর্শকের মন্তব্য স্টোকসকে কতটা উসকে দেওয়ার মতো ছিল, এটা দেখা হবে। স্টোকসের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাই তার মানসিক অবস্থাও বিবেচনায় নেওয়া হবে।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন