যুব বিশ্বকাপের সুপার লিগে বাংলাদেশ

টানা দুই জয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়ে ফুরিয়েছে অপেক্ষার প্রহর। ‘সি’ গ্রুপ থেকে অনুমিতভাবে যুব বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 05:45 PM
Updated : 22 Jan 2020, 05:45 PM

পচেফস্ট্রুমে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৪ রান করে পাকিস্তান। মাত্র ৪৮ বলে ৮১ রানের টর্নেডো ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। কাসিম আকরাম করেন ৫৪। টপ অর্ডার ব্যাটসম্যান ফাহাদ মুনিরের ব্যাট থেকে আসে ৫৩ রান।

জবাবে ৪৬ ওভার ৩ বলে ২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ওয়েসলি মাদভেরে (৫৩) ও মিল্টন শুম্বা (৫৮) করেন ফিফটি। এই দুই জন ছাড়া বিশের ঘর ছাড়াতে পারেন কেবল অধিনায়ক ডিওন মায়ার্স।

এক সময়ে ২ উইকেটে ১৮৬ রানের দৃঢ় অবস্থানে থাকা জিম্বাবুয়ে শেষ ৮ উইকেট হারায় কেবল ৭০ রানে।

জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে সহজেই হারায় স্কটল্যান্ডকে। গ্রুপ সেরার লড়াইয়ে আগামী শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

দুই দলেরই পয়েন্ট চার করে, রান রেটে অনেকটা এগিয়ে থেকে শীর্ষে বাংলাদেশ।