ভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

টুর্নামেন্টটি ছিল মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য। জয়ের চেয়ে বড় প্রস্তুতি তো আর হয় না! ভারতে চার দলের টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিল বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 02:14 PM
Updated : 22 Jan 2020, 02:14 PM

ভারতের পাটনায় মেয়েদের চার দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বুধবার ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টের অন্য দুই দল ছিল ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড জাতীয় দল।

ফাইনালে ব্যাটিংয়ে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মেয়েরা করতে পারে ১১৭ রান।

ওপেনিংয়ে মুর্শিদা খাতুন ৩৪ রান করেন ৩৮ বলে। তিনে নেমে সানজিদা ইসলাম ৩৪ করতে খেলেন ৩২ বল। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৮ রান।

ভারতের তনুজা কাওয়ার ১৪ রানে নেন ৩ উইকেট, নুপুর কোহেলি ১৮ রানে ২টি।

ওই পুঁজি নিয়েই দারুণ বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন বোলাররা। ভারতের দলটি থমকে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে।

৪ ওভারে দুটি মেডেনসহ ২ উইকেট নেন জাহানার আলম। অধিনায়ক সালমা খাতুন ১৮ রানে ২টি।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্ট শুরু আগামী ২৩ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে।