ধাওয়ানের জায়গায় ওয়ানডেতে পৃথ্বি, টি-টোয়েন্টিতে স্যামসন

নিউ জিল্যান্ড সফরে শিখর ধাওয়ানের জায়গায় ওয়ানডে দলে পৃথ্বি শ এবং টি-টোয়েন্টিতে সাঞ্জু স্যামসনকে দলে ডেকেছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 05:21 PM
Updated : 21 Jan 2020, 05:21 PM

কাঁধের চোটের জন্য ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার ধাওয়ান। ব্যাঙ্গালোরে চলবে তার পুনর্বাসনের কাজ।

অকল্যান্ডে আগামী শুক্রবার শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় স্যামসনের। ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান এতো দিনে খেলেছেন স্রেফ দুটি টি-টোয়েন্টি।

নিউ জিল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ১০০ বলে ১৫০ রানের খুনে এক ইনিংস খেলেছেন পৃথ্বি। ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয়ে যেতে পারে ২০ বছর বয়সী এই ওপেনারের।

টি-টোয়েন্টির ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত (উইকেরক্ষক), শিবাম দুবে, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর।

ওয়ানডের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত (উইকেরক্ষক), শিবাম দুবে, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, শার্দুল ঠাকুর, কেদার যাদব।