পরিবর্তনের ছড়াছড়ি দ. আফ্রিকা দলে, নেই দু প্লেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2020 10:49 PM BdST Updated: 21 Jan 2020 10:49 PM BdST
দক্ষিণ আফ্রিকা দলে নেই ফাফ দু প্লেসি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। স্বাগতিক দলে নতুন মুখ পাঁচটি।
তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে ৪৫.০১ গড়ে চার হাজার ৯০৭ রান করা ডি কক এর আগে দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন, হার দুটিতেই। তবে তার নেতৃত্ব নিয়ে আত্ববিশ্বাসী ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রায়েম স্মিথ।
ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার লুথো সিপামলা ও সিসান্দা মাগালা, অলরাউন্ডার বিয়ন ফোরটান, ব্যাটসম্যান ইয়ানেমান মালান ও কিপার-ব্যাটসম্যান কাইল ভেরিয়ান।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যাওয়া ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি আছেন ওয়ানডে দলে। যদিও তার খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। এছাড়া মাগালা, তাবরাইজ শামসি ও জন জন স্মাটসেরও খেলতে উতরাতে হবে ফিটনেস টেস্টে।
চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ ফেব্রুয়ারি কেপ টাউনে হবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জন জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, ইয়ানেমান মালান, কাইল ভেরিয়ান।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক