৪১ রানে অলআউট জাপানের যুবারা

দুই ওপেনার ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ খুলতে পারলেন না রানের খাতা। যুব বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেল জাপান। শেষ পর্যন্ত সেটি এড়াতে পারলেও ভারতের বিপক্ষে বেশি দূর যেতে পারল না তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 11:23 AM
Updated : 21 Jan 2020, 11:23 AM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে ২২ ওভার ৫ বলে ৪১ রানে গুটিয়ে গেছে জাপান। যুব বিশ্বকাপে এর চেয়ে কম রানে অলআউট হয়েছে কেবল একটি দল। ২০০৪ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রান করেছিল স্কটল্যান্ড।

ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে কোনো প্রতিরোধ গড়তে পারেনি জাপান। সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে। দুই অঙ্কে যেতে পারেননি কেউ, সর্বোচ্চ ৭ রান করে আসে ওপেনার শু নগুচি ও কেনতো দোবেলের ব্যাট থেকে।

কোনো রান না দিয়েই ৪ উইকেট পেয়েছিলেন রবি বিঞ্চুই। শেষ পর্যন্ত ৫ রানে নেন ৪ উইকেট। কার্তিক তিয়াগি ৩ উইকেট নেন ১০ রানে।

জবাবে উদ্বোধনী জুটি ৪ ওভার ৫ বলেই দলকে নিয়ে যায় ৪২ রানের লক্ষ্যে। ২৭১ বল হাতে রেখে পাওয়া ১০ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন ভারত।