যুব বিশ্বকাপে রকিবুলের হ্যাটট্রিক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান। ব্যক্তিগত চতুর্থ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 10:12 AM
Updated : 21 Jan 2020, 12:15 PM

যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক, যুব বিশ্বকাপে দ্বিতীয়।

পচেফস্ট্রুমে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। ২১ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন দুই পেসার তানজিম হাসান ও শরিফুল ইসলাম।

ইনিংসের ২৪তম ওভারে কেস সাজ্জাদকে বোল্ড করে রকিবুলের শিকারের শুরু। পরের দুই বলে তুলে নেন লিলে রবার্টসন ও চার্লি পিটকে।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। ২০১০ বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেন এই পেসার।

২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেন লেগ স্পিনার জুবায়ের হোসেন।

হ্যাটট্রিকের খানিক পর জেমি কেয়ার্নসকে ফিরিয়ে স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দেন রকিবুল। ২০ রানে ৪ উইকেট নেন তিনি। তানজিম ও শরিফুল নেন দুটি করে উইকেট।