হারারেতে দ্বিতীয় দিনেও ম্যাড়ম্যাড়ে ক্রিকেট

টপ অর্ডারের তিন ফিফটিতে ভালো শুরু পেলেও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। লাসিথ এম্বুলদেনিয়ার পাঁচ উইকেটে সাড়ে তিনশ ছাড়িয়েই থেমে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 05:53 PM
Updated : 20 Jan 2020, 05:53 PM

সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ৩১৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

ওশাদা ফার্নান্দোকে বোল্ড করে ৩২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডোনাল্ড টিরিপানো। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১২ ও কুসল পেরেরা ৬ রানে ব্যাট করছেন।

হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় দিনেও হলো ম্যাড়ম্যাড়ে ক্রিকেট। ২ উইকেটে ১৮৯ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ৩৫৮ রানে।

দিনের শুরুতেই ব্রেন্ডন টেইলরকে হারায় স্বাগতিকরা। টেস্ট নেতৃত্বের অভিষেকে প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি শন উইলয়ামস। তাকে কট বিহাইন্ড করেন বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়া।

আগের দিন ফিফটি তুলে নেওয়া ক্রেইগ আরভিন খেলছিলেন আস্থার সঙ্গে। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন সুরঙ্গা লাকমল।

রেজিস চাকাভাকে দ্রুত বিদায় করার পর ওয়ানডে মেজাজে ব্যাট করা সিকান্দার রাজার প্রতিরোধ ভাঙেন এম্বুলদেনিয়া। পরে কাইল জার্ভিসকে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নেন পাঁচ উইকেট।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে সাড়ে তিনশ রানে নিয়ে যান টিরিপানো। ১০৩ বলে চার বাউন্ডারিতে তিনি অপরাজিত থাকেন ৪৪ রানে।

১১৪ রানে ৫ উইকেট নেন এম্বুলদেনিয়া। লাকমল ৩ উইকেট নেন ৫৩ রানে।   

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ১৮৯/২) ১৪৮ ওভারে ৩৫৮ (আরভিন ৮৫, টেইলর ২১, উইলিয়ামস ১৮, সিকান্দার রাজা ৪১, চাকাভা ৮, টিরিপানো ৪৪*, জারভিস ১, এনডিলোভু ৫, নিয়াউচি ১১; লাকমল ২৭-১০-৫৩-৩, রাজিথা ২৯-৯-৫৫-০, এম্বুলদেনিয়া ৪২-১২-১১৪-৫, কুমারা ২৯-৮-৮২-২, ডি সিলভা ২১-৮-৫০-০)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪ ওভারে ৪২/১ (করুনারত্নে ১২*, ফার্নান্দো ২১, মেন্ডিস ৬*; জারভিস ৭-২-২০-০, নিয়াউচি ৫-১-১৪-০, টিরিপানো ২-০-৫-১)