‘অলরাউন্ডার’ হিসেবে সৌম্য, ‘ওপেনিংয়ে নন’ আফিফ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2020 06:26 PM BdST Updated: 18 Jan 2020 06:26 PM BdST
স্কোয়াডে ওপেন করার মতো ব্যাটসম্যান ছয় জন। ম্যাচে করবেন কোন দুইজন? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ওই ছয় জনের অন্তত দুই জনকে তারা ওপেনিংয়ের ভাবনায় দলে নেননি। আফিফ হোসেনকে তারা ভেবেছেন তিন নম্বর থেকে নিচের যে কোনো পজিশনের জন্য। আর সৌম্যকে দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলিং বিবেচনায়।
নিয়মিত ওপেনারদের মধ্যে পাকিস্তান সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আছেন তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ ও লিটন দাস। নাজমুল হোসেন শান্ত বিপিএলে এবার ওপেন করেছেন। বঙ্গবন্ধু বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। আর আছেন আফিফ ও সৌম্য।
সৌম্য এমনিতে ওপেনার হলেও এই বিপিএলে ব্যাট করেছেন তিন নম্বর ও মিডল অর্ডারে। সফলও হয়েছেন। টুর্নামেন্টে ১২ ম্যাচে ৩৩১ রান করেছেন তিনি, ৩৩.১০ গড় ও ১৪০.২৫ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ১২টি।
আফিফ এমনিতে তিন নম্বর বা তার নিচে ব্যাট করলেও এবারের বিপিএলে ওপেন করেছেন। লিটন দাসের সঙ্গে মিলে গড়েছেন এবারের আসরের সেরা উদ্বোধনী জুটি। দলকে নিয়মিতই এনে দিয়েছেন আগ্রাসী শুরু। টুর্নামেন্টে ৩৭০ রান করেছেন ১৩১.২০ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ৭টি।

“সৌম্যকে আমরা মিডল অর্ডারেই ভেবেছি। সেই ভাবনা থেকেই বিপিএলে ওকে মিডল অর্ডারে খেলানো হয়েছে। ওর বোলিংও ভালো হচ্ছে এখন। আফিফ বিপিএলে ওপেনিংয়ে ভালো করেছে বটে। তবে জাতীয় দলের জন্য আমরা ওকে মিডল অর্ডারেই ভেবেছি। প্রয়োজনে তিনেও খেলতে পারে।”
তবে তাদের ভাবনাই যে চূড়ান্ত নয়, সেটিও পরিস্কার করে দিয়েছেন মিনহাজুল।
“আমরা দল গড়েছি আমাদের ভাবনায়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে তো আলোচনা হয়েছেই। তবে টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বুঝে যে কোনো কিছুই করতে পারে। শান্ত আছে, ওপেন থেকে শুরু করে নিচেও খেলতে পারবে। টি-টোয়েন্টিতে আসলে এই পজিশনগুলোর হেরফের হতেই পারে। ওদের সবাইকে টিম ম্যানেজমেন্ট তাদের প্রয়োজন অনুযায়ী খেলাতে পারে।”
বিপিএলে দারুণ পারফর্ম করে দলে ফেরার বিবেচনায় প্রবলভাবে ছিলেন ইমরুল কায়েস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট তাকে ছিটকে দিয়েছে সম্ভাবনা থেকে।
-
বৃষ্টির জন্য লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে