ধোনি বাদ, কোহলি পাচ্ছেন ৭ কোটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2020 04:42 PM BdST Updated: 16 Jan 2020 05:01 PM BdST
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা কিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অধিনায়ক বিরাট কোহলি আছেন এ প্লাস গ্রেডে। এই ক্যাটাগরিতে আছেন আরও দুজন; রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। তারা বছরে পাবেন সাত কোটি রুপি।
এ প্লাস (বছরে ৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ
এ (বছরে ৫ কোটি রুপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিশাভ পান্ত, লোকেশ রাহুল
বি (বছরে ৩ কোটি রুটি): উমেশ যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগারওয়াল,
সি (বছরে ১ কোটি রুপি): কেদার যাদব, মনিশ পান্ডে, হনুমা বিহারী, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর
গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ধোনি। বিশ্বকাপজয়ী এই তারকা ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও টিকে আছে চলতি বছর অস্ট্রেলিয়া হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা।
এখন পর্যন্ত নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল দিয়ে ফিরবেন মাঠে। ভারত কোচ রবি শাস্ত্রী মনে করেন, এই টুর্নামেন্টে ভালো করে কিপার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকতে সঞ্জু স্যামসন ও রিশাব পান্তের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামতে পারেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১৯ সালে কেন্দ্রীয় চুক্তিতে ধোনি ছিলেন ‘এ’ গ্রেডের খেলোয়াড়। এই গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা পান পাঁচ কোটি রুপি।
২০১৪ সালে হুট করে সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন ধোনি। অন্য দুই সংস্করণ খেলছিলেন নিয়মিত। তবে গত জুলাইয়ের পর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন