হেলমেটে বল লাগার পর মাঠের বাইরে পান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 03:37 PM
Updated : 15 Jan 2020, 03:37 PM

মুম্বাইয়ে মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বল লেগেছিল পান্তের হেলমেটে। শর্ট বলে পুল করতে চেয়েছিলেন পান্ত, বল তার ব্যাটের কানায় লেগে আঘাত করে হেলমেটে। তখন ব্যাটিং চালিয়ে গেলেও পরে ফিল্ডিংয়ে নামেননি তরুণ এই ক্রিকেটার। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান লোকেশ রাহুল।

আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ রাজকোটে। এই ম্যাচে ২২ বছর বয়সী পান্ত খেলতে পারছেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। সিরিজের শেষ ম্যাচের জন্য পরিস্থিতি অনুযায়ী তাকে বিবেচনা করা হতে পারে।

“সে স্থিতিশীল আছে। স্ক্যান রিপোর্টগুলোতেও কোনো সমস্যা ধরা পড়েনি। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে সে ব্যাঙ্গালুরুর এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) যাবে।”

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ১০ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।