বিধ্বংসী বোলিংয়ে আমিরের রেকর্ড

সেই প্রথম বিপিএলে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ সামি। প্রায় ৮ বছর ধরে সেটিই ছিল বিপিএলের সেরা বোলিং কীর্তি। অবশেষে সেটিকে পেছনে ফেলতে পারলেন কেউ। তিনিও এক পাকিস্তানি। গতি, সুইং, বাউন্সের মিশেলে দুর্দান্ত বোলিংয়ে বিপিএলে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেন মোহাম্মদ আমির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 04:41 PM
Updated : 13 Jan 2020, 05:19 PM

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে বিধ্বংসী বোলিংয়ে খুলনা টাইগার্সকে জিতিয়েছেন আমির। রাজশাহী রয়্যালসের বিপক্ষে সোমবার ১৭ রানে নিয়েছেন ৬ উইকেট। বিপিএলে এই প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেন কোনো বোলার।
 
২০১২ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সামি নিয়েছিলেন ৬ রানে ৫ উইকেট। এতদিন রেকর্ড ছিল সেটিই।
 
এবারের আসরেই সামির রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। তবে শেষ পর্যন্ত পারেননি ঢাকা প্লাটুনের বাঁহাতি পেসার। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ৮ রানে।
 
২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডের চারে আছেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার।
 
বিপিএলে বাংলাদেশের কারও সেরা বোলিংয়ের রেকর্ড সাকিব আল হাসানের। ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি রংপুর রাইডার্সের বিপক্ষে।
 
টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ডে অবশ্য অনেক পেছনে আমিরের এই বোলিং। ১৮ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েছেন নেদারল্যান্ডসের কলিন আকারম্যান। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের বিপক্ষে চমক জাগানিয়া ওই পারফরম্যান্স দেখিয়েছিলেন ডাচ অফ স্পিনার।