স্থায়ী হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের বিশেষ আসরের নামকরণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু বিপিএল।’ বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের নাম স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 04:17 PM
Updated : 12 Jan 2020, 04:48 PM

বিসিবির তত্ত্বাবধানে চলছে বঙ্গবন্ধু বিপিএল। পরের আসর থেকে ফেরার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল জানান জানান, পরের আসরগুলোরও নাম থাকবে বঙ্গবন্ধু বিপিএল।

“একটা জিনিস বলে রাখি, আমরা এই বছর করেছিলাম বিশেষ বিপিএল ‘বঙ্গবন্ধু বিপিএল।’ আমরা এটা চালিয়ে যাব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে।”

“এই বছর হচ্ছে জন্মশতবার্ষিকীর বছর, তো এই সময়ে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। আর আমাদের ইচ্ছে হচ্ছে, এই নামটাই স্থায়ীভাবে রেখে দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি এলেও কোনো সমস্যা নাই। ওরা আসবে, থাকবে। আমরা (টুর্নামেন্টের) নামটা কেবল বঙ্গবন্ধু বিপিএল করে দিচ্ছি।”