প্রতি টেস্টে তামিম-মুশফিকরা পাবেন ৬ লাখ

প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ ফি বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে বেশি বেড়েছে টেস্টে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 03:30 PM
Updated : 12 Jan 2020, 04:59 PM

টি-টোয়েন্টিতে খেলোয়াড়রা ম্যাচ ফি পাবেন ২ লাখ টাকা। প্রতিটি ওয়ানডের জন্য ৩ লাখ। আর টেস্টে পাবেন ৬ লাখ টাকা।

২০১৭ সালের এপ্রিলে সবশেষ ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। ২০১৩ সালের পর সেবারই প্রথম বেড়েছিল ম্যাচ ফি।

২০১৭ সালের বাড়ানো কাঠামোয় টেস্টে ম্যাচ ফি ২ লাখ থেকে বেড়ে হয়েছিল সাড়ে ৩ লাখ টাকা, ওয়ানডেতে ১ লাখ থেকে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ৭৫ হাজার থেকে বেড়ে হয়েছিল ১ লাখ ২৫ হাজার টাকা।

মাঠের ক্রিকেটে গত বছর ভালো কাটেনি বাংলাদেশের। তবুও সব দিক বিবেচনায় ম্যাচ ফি বাড়ানো হয়েছে বলে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আমরা ছেলেদের ম্যাচ ফি বাড়িয়েছি। সবচেয়ে বেশি বেড়েছে টেস্টে-প্রায় দ্বিগুণের মতো বেড়ে হয়েছে ৬ লাখ টাকা।”