১১ হাজার ক্রিকেটার নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব

৫৫৬টি স্কুল দল। ৯০১টি ম্যাচ। ১১ হাজারের বেশি ক্রিকেটার নিয়ে বিরাট এক ক্রিকেট যজ্ঞ। দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব শুরু হচ্ছে আবার। মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের নতুন আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 08:36 AM
Updated : 11 Jan 2020, 08:36 AM

বেশ কয়েক বছর ধরেই স্কুল টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করে আসছে প্রাইম ব্যাংক। তারা থাকছে এবারও। তবে টুর্নামেন্টের নাম এবার খানিকটা বদলে যাচ্ছ আরেক কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশ জুড়ে যে আয়োজন, সেখানে স্কুল ক্রিকেটকেও সামিল করছে প্রাইম ব্যাংক। এবারের আসরের নাম তাই ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।’

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে একদিনের ম্যাচের সংস্করণের এই টুর্নামেন্ট। দেশের ৭০টি ভেন্যুতে হবে খেলা।

শুরুতে খেলা হবে জেলা পর্যায়ে। ৬৪ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে পরের পর্ব বিভাগীয় পর্যায়ের খেলা। ৭ বিভাগের চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে হবে জাতীয় পর্যায়ের খেলা। এখান থেকেই পাওয়া যাবে জাতীয় চ্যাম্পিয়ন স্কুলকে।