ভারতের প্রতাপে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ব্যাটিং। বোলিংয়েও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ল। ব্যাটে-বলে ভারত উপহার দিল পরিপূর্ণ পারফরম্যান্স। বিরাট কোহলির দলের দোর্দণ্ড প্রতাপে উড়ে গেল শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 05:12 PM
Updated : 10 Jan 2020, 05:33 PM

তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০তে। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে।

পুনেতে শুক্রবার ২০ ওভার ২০১ রান তুলেছিল ভারত। লঙ্কানরা কোনো রকমে যেতে পারে ১২৩ রান পর্যন্ত।

শ্রীলঙ্কা জিততে পারে কেবল টস। এরপর আর কিছুই ঠিকঠাক হয়নি তাদের। উদ্বোধনী জুটিতেই ম্যাচের লাগাম নিয়ে নেয় ভারত।

লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ১০ ওভারেই তুলে ফেলেন ৯২ রান। দুজনেই রান করেন পাল্লা দিয়ে, এগিয়ে যান সমান গতিতে।

৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে ধাওয়ানের বিদায়ে। বাঁহাতি ওপেনার করেন ৩৬ বলে ৫২। তার সঙ্গী লোকেশ রাহুল করেন ৩৬ বলে ৫৪।

অভিষেক টি-টোয়েন্টির সাড়ে ৪ বছর পর আরেকটি টি-টোয়েন্টি খেলতে নেমে সাঞ্জু স্যামসন প্রথম বলেই মেরেছিলেন ছক্কা। কিন্তু দ্বিতীয় বলে আউট হয়ে যান লেগ স্পিনার ভানিদু হাসারাঙ্গার গুগলি বুঝতে না পেরে।

ভারতের রানের গতি তাতে খুব একটা কমেনি। মিডল অর্ডারে মনিশ পান্ডে ১৮ বলে করেন অপরাজিত ৩১। ছয়ে নেমে বিরাট কোহলি ১৭ বলে ২৬।

শেষ দিকে পেসার শার্দুল ঠাকুরও তোলেন ঝড়। ৮ বলে করেন অপরাজিত ২২। শেষ ২ ওভারে ৩৪ রান তুলে ভারত পেরিয়ে যায় দুইশ।

লঙ্কান বোলারদের দুর্দশার মাঝেও হিসেবি বোলিংয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা। চায়নাম্যান বোলার লাকশান সান্দাক্যান নেন ৩ উইকেট।

রান তাড়ায় শ্রীলঙ্কা লড়াই থেকে ছিটকে যায় শুরুতেই। ২৬ রানে হারিয়ে বসে প্রথম ৪ ব্যাটসম্যানকে।

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে লড়াইয়ের চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু খুব বেশি সময় ভোগাতে পারেননি তারা ভারতকে।

২০ বলে ৩১ করে আউট হন ম্যাথিউস। দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটিতে ধনাঞ্জয়া ৫৭ করেন ৩৬ বলে।

এই দুজন ছাড়া শ্রীলঙ্কার আর কোনো ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্ক। ২৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা ২৫ বল আগেই।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২০১/৬ (রাহুল ৫৪, ধাওয়ান ৫২, স্যামসন ৬, মনিশ ৩১*, শ্রেয়াস ৪, কোহলি ২৬, সুন্দর ০, শার্দুল ২২*; মালিঙ্গা ৪-০-৪০-০, ম্যাথিউস ৩-০-৩৮-০, ধনাঞ্জয়া ১-০-১৩-০, কুমারা ৪-০-৪৬-১, হাসারাঙ্গা ৪-০-২৭-১, সান্দাক্যান ৪-০-৩৫-৩)।

শ্রীলঙ্কা: ১৫.৫ ওভারে ১২৩ (গুনাথিলাকা ১, আভিশকা ৯, কুসল ৭, ওশাদা ২, ম্যাথিউস ৩১, ধনাঞ্জয়া ৫৭, শানাকা ৯, হাসারাঙ্গা ০, সান্দাক্যান ১, মালিঙ্গা ০, কুমারা ১*; বুমরাহ ২-১-৫-১, শার্দুল ৩-০-১৯-২, সাইনি ৩.৫-০-২৮-৩, সুন্দর ৪-০-৩৭-২, চেহেল ৩-০-৩৩-০)।

ফল: ভারত ৭৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শার্দুল ঠাকুর

ম্যান অব দা সিরিজ: নবদীপ সাইনি