ওয়ানডে 'ছাড়তে পারেন' ধোনি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2020 04:23 PM BdST Updated: 10 Jan 2020 04:30 PM BdST
গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা মহেন্দ্র সিং ধোনি ছাড়তে পারেন ওয়ানডে। তবে ৩৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন দেশটির কোচ রবি শাস্ত্রী।
২০১৪ সালে হুট করে সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন ধোনি। অন্য দুই সংস্করণ খেলছিলেন নিয়মিত। তবে গত জুলাইয়ের পর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
মাঝের এই সময়ে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল দিয়ে ফিরবেন মাঠে। শাস্ত্রী মনে করেন, এই টুর্নামেন্টে ভালো করে কিপার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকতে সঞ্জু স্যামসন ও রিশাব পান্তের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামতে পারেন ধোনি।
“টেস্ট ক্রিকেট খেলা সে শেষ করেছে। খুব সম্ভবত সে ওয়ানডে খেলারও সমাপ্তি টানবে। আমি মনে করি, এই বয়সে সে কেবল টি-টোয়েন্টি সংস্করণেই খেলতে চাইবে।”
“ফেরার পর সে যদি অনুভব করে যে কিছু একটা ঠিক নেই, তাহলে সে সরে যাবে...কিন্তু সে যদি আইপিএল মৌসুমটা দারুণ কাটায়, তখন আপনি জানেন…এটি তখন নির্বাচকদের কাজ হবে, তারা কি করতে চায়।”
স্যামসন ও পান্তও ভালো করতে পারে আইপিএলে। সেক্ষেত্রে কি হবে? শাস্ত্রী আভাস দিলেন অভিজ্ঞতার জন্য হয়তো ধোনিই এগিয়ে থাকবেন। পান্ত টিকে যেতে পারেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।
“কে কোন পজিশনে, কোন ভূমিকায় কি করছে সেটা দেখতে হবে। কার অভিজ্ঞতা আপনি বিবেচনায় নেবেন? আপনি কি তারুণ্য নাকি বর্ণাঢ্য কাউকে নেবেন? ওই পজিশনে কে সবচেয়ে মানানসই হবে? যদি অস্ট্রেলিয়ায় খেলি কে ওই কন্ডিশনে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে?”
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’