চার দিনের টেস্টের বিপক্ষে গেইল

আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় আইসিসির ‘চার দিনের টেস্ট’ ভাবনা। এর পক্ষে-বিপক্ষে আসছে নানা মত। এবার ক্রিস গেইল জানালেন নিজের ভাবনা। টেস্টকে পাঁচ দিনেই রাখা উচিত বলে মনে করেন টি-টোয়েন্টির কিংবদন্তি ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 12:04 PM
Updated : 9 Jan 2020, 03:18 PM

আইসিসি ভবিষ্যৎ সূচির বর্তমান চক্র শেষ হবে ২০২৩ সালে। পরের চক্র ২০২৩ থেকে ২০৩১। সেসময় থেকে চার দিনের টেস্টের ব্যাপারটি চলতি বছর আনুষ্ঠানিকভাবে বিবেচনা করতে পারে আইসিসি।

বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে আছেন গেইল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নানা বিষয়ে নিজের অভিমত জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ওপেনার। এক পর্যায়ে উঠে আসে ‘চার দিনের টেস্ট’ প্রসঙ্গ।

“আমি এর পক্ষে নই। আমি ১০০ (আসলে ১০৩টি) টেস্ট খেলেছি। কিছু ম্যাচ শেষ হয়েছিল তিন দিনে, কয়েকটি চার দিনে। তবে পাঁচ দিনের টেস্টই সেরা। টেস্টকে চার দিনে নামিয়ে আনা…আমি এর পক্ষে নই।”

“এটি যুগ যুগ ধরে চলে আসছে, তাহলে কেন শুধু শুধু এটিকে পাল্টানো…পাঁচ দিনের টেস্ট খেলতে পারাটা জীবনকে বদলে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা হতে পারে।”

আইসিসির এই পরিকল্পনার পক্ষে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিজেদের অবস্থান জানিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখবে বলে জানিয়েছে।

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ব্যক্তিগতভাবে এমন প্রস্তাবে সায় নেই বলে সম্প্রতি জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি। বেশি পরীক্ষা-নিরীক্ষা এই সংস্করণের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।

ভারতের সাবেক তারকা ব্যাটস্যান টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাও টেস্ট চার দিনে নামিয়ে আনার বিপক্ষে মত দিয়েছেন।