লাবুশেনের সামনে শুধু কোহলি-স্মিথ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2020 09:20 PM BdST Updated: 08 Jan 2020 09:20 PM BdST
-
ছবি: আইসিসি
গত বছরের শুরুতে ছিলেন ১১০তম স্থানে। এক বছর পর এখন তার সামনে শুধু বিরাট কোহলি আর সতীর্থ স্টিভ স্মিথ। অতিমানবীয় ফর্ম আর বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতায় টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়ে চলেছেন মার্নাস লাবুশেন। সেরা দশ, সেরা পাঁচের ধাপ পেরিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন সেরা তিনে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিডনি টেস্টের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এই স্বীকৃতি পেয়েছেন লাবুশেন। সেরা দশে জায়গা করে নিতে তার লেগেছিল কেবল ১১ টেস্ট। পরের টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৪৩ ও ৫০ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা পান লাবুশেন। কিউইদের বিপক্ষেই সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৯। এক ধাপ এগিয়ে উঠে গেছেন তিনে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে ৫৪৯ রান করেছেন লাবুশেন। আগের পাঁচ টেস্টে করেছিলেন ৮৯৬ রান। এই সময়ে তিন সেঞ্চুরি ও ছয় ফিফটির সঙ্গে ২৫ বছর বয়সী এই ডানহাতি স্বাদ পেয়েছেন ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরির।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুইয়ে স্টিভ স্মিথ। লাবুশেনকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে চারে নেমেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।
কেপ টাউন টেস্টে দলের জয়ে কার্যকর অবদান রেখে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ব্যাটসম্যানদের সেরা দশে ঢুকেছেন বেন স্টোকস। দুই ইনিংসে ৪৭ ও ৭২ রানের ইনিংস খেলা ইংলিশ অলরাউন্ডার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন দশে।
বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে আবারও উঠে এসেছেন মিচেল স্টার্ক। ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার।
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ