বোথামকে ছাড়িয়ে ম্যাকগ্রার কাছে অ্যান্ডারসন

উইকেট সংখ্যায় ইয়ান বোথামকে অনেক আগেই ছাড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। ছাড়িয়ে গেছেন টেস্ট ইতিহাসের সব পেসারকেই। তবে একটা জায়গায় দুই ইংলিশ কিংবদন্তির নাম এতদিন ছিল পাশাপাশি; পেস বোলিংয়ে সবচেয়ে বেশি বার ৫ উইকেট। সেখানেও এবার বোথামকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন, এক ধাপ এগিয়ে গেলেন গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করার দিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 03:02 PM
Updated : 5 Jan 2020, 04:45 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে রোববার ৫ উইকেট নেন অ্যান্ডারসন। টেস্টে এই নিয়ে ২৮ বার নিলেন তিনি ৫ উইকেট। বোথাম নিয়েছিলেন ২৭ বার।

এই তালিকায় অ্যান্ডারসনের ঠিক ওপরে ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান পেস গ্রেট ২৯ বার নিয়েছিলেন টেস্টে ৫ উইকেট।

তবে পেস বোলিংয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের বিশ্বরেকর্ড যার, তিনি অ্যান্ডারসন-ম্যাকগ্রার চেয়ে এগিয়ে বেশ কিছুটা। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৬ বার ৫ উইকেটের স্বাদ পেয়েছিলেন স্যার রিচার্ড হ্যাডলি।

এই ৫ উইকেটের পর ১৫১ টেস্টে অ্যান্ডারসনের উইকেট এখন ৫৮২টি। ম্যাকগ্রার ক্যারিয়ারে ১২৪ টেস্টে উইকেট ৫৬৩টি। এই দুজন ছাড়া টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন কেবল আর কোর্টনি ওয়ালশ। এই ক্যারিবিয়ান গ্রেট ১৩২ টেস্টে নিয়েছেন ৫১৯ উইকেট।