অবশেষে বিপিএলে আসছেন গেইল
সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2020 05:41 PM BdST Updated: 05 Jan 2020 05:41 PM BdST
বিপিএল শুরুর আগেই জমে গিয়েছিল ক্রিস গেইলকে ঘিরে নাটক। অপেক্ষা এবার সেটির শেষাঙ্কের। আসর শেষ দিকে এগিয়ে চলেছে, মঞ্চে পা রাখতে চলেছেন গেইলও। সোমবার সকালে ঢাকায় পৌঁছবেন টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা, জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গেইল আসার আগেই অবশ্য টুর্নামেন্টের শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম। এখন তাদের লড়াই প্রাথমিক পর্বে সেরা দুইয়ে থাকা ও সেখান থেকে ফাইনালে ওঠা। শেষের এই অভিযানে গেইলের দিকে তাকিয়ে থাকবে দল। টুর্নামেন্টের বাকি সময়ের পুরোটাতেই থাকছেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট।
চট্টগ্রামের পরের ম্যাচ মঙ্গলবার, টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা আরেক দল রাজশাহী রয়্যালসের বিপক্ষে।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে এবার প্রথম ডাকেই গেইলকে নিয়েছিল চট্টগ্রাম। সপ্তাহখানেক পরে ৪০ বছর বয়সী এই তারকা বলে বসেন, বিপিএলের ড্রাফটে তার নাম কিভাবে এলো, তিনি নিজেও জানেন না। গেইলের বিস্ময়ের কথা জেনে বিস্মিত হয় চট্টগ্রাম দলও। পরে দুই পক্ষের যোগাযোগ হয়, সিদ্ধান্তও জানানো হয়, বিপিএলে পরের দিকে পাওয়া যাবে ৪০ বছর বয়সী বিস্ফোরক এই ব্যাটসম্যান।
বিপিএলের সফলতম বিদেশি ব্যাটসম্যান গেইল। ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে করেছেন ১ হাজার ৩৩৮ রান। তার ৫ সেঞ্চুরির চেয়ে বেশি নেই দেশি-বিদেশি আর কারও। প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় বিপিএলে একটি ম্যাচ খেলতে রাতে এসে পরদিন সেঞ্চুরি করে আবার ফিরে গিয়েছিলেন। ২০১৭ বিপিএলে এলিমিনেটরে ১৪ ছক্কায় ৫১ বলে ১২৬ করার পর ফাইনালে রেকর্ড ১৮ ছক্কায় করেছিলেন ৬৯ বলে ১৪৬।
বিপিএলে গেইলের ষষ্ঠ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে খেলেছেন বরিশাল বার্নার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর, বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সে।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস