সিলেটের হ্যাটট্রিক হারে শেষ সিলেট পর্ব
সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2020 08:44 PM BdST Updated: 04 Jan 2020 10:31 PM BdST
দলের করুণ অবস্থা দেখেই বুঝি ছুটির দুই দিনেও দেখা গেল না ভরা গ্যালারি। তবু যারা এলেন দলকে সমর্থন দিতে, তাদেরকে ফিরতে হলো অতৃপ্ত মনে। টুর্নামেন্টের শুরু থেকে ধুঁকতে থাকা সিলেট টানা তিন ম্যাচে হারল সিলেটে এসেও। তাদেরকে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করল রাজশাহী।
বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে সিলেট থান্ডারকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী রয়্যালস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিলেটকে ১৪২ রানে আটকে রেখে রাজশাহী জিতেছে ২৯ বল বাকি রেখেই।
দুঃস্বপ্নের টুর্নামেন্টে ১১ ম্যাচের ১০টিই হারল সিলেট। বাকি আছে তাদের কেবল আর একটি ম্যাচ। ১০ ম্যাচে ৭ জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রাজশাহী।

২ ছক্কায় ১১ বলে ১৬ করে আব্দুল মজিদ ফিরেন আবু জায়েদের বলে বোল্ড হয়ে। ফ্লেচার ২৫ রান করতে খেলেন ৩৩ বল। তিনে নেমে জনসন চার্লস ফেরেন ৮ রানে।
মাঝে মোহাম্মদ মিঠুন ও শেরফেইন রাদারফোর্ডের জুটির সময়ই একটু গতি পায় ইনিংস। ২২ বলে ৪৭ রান যোগ করেন দুজন। সম্ভাবনাময় এই জুটি ভাঙে দুজনের দৃষ্টিকটু ভুল বোঝাবুঝিতে। ৩৮ বলে ৪৭ করে রান আউট হয়ে যান মিঠুন।
অলক কাপালির লেগ স্পিনে পরপর দুটি ছক্কা মারেন রাদারফোর্ড। দ্বিতীয়টিতে লং অফে বল ফিল্ডারের হাতে লেগে যায় সীমানার বাইরে। পরের বলেই আউট হয়ে যান তিনি আরেকটি ছক্কার চেষ্টায়। ওই ওভারে সোহাগ গাজীকেও বিদায় করেন অলক।
শেষ দিকে নাজমুল হোসেন মিলন একটি ছক্কা মারলেও ১১ বল খেলে করেন কেবল ১৩ রান। শেষ ৩ ওভারে সিলেট তুলতে পারে মাত্র ১৪ রান।
মাঝারি সেই পুঁজিতেও সিলেটের যদি আশা কিছু থাকত, লিটন দাস ও আফিফ হোসেন তা গুঁড়িয়ে দেন শুরুতেই। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার ইবাদত হোসেনের এক ওভারে দারুণ একটি চারের পর চোখধাঁধানো দুটি শটে ছক্কায় ওড়ান লিটন। ইবাদতকেই পরের ওভারে তিনটি চার মারেন আফিফ।
দুজনের দুর্দান্ত সব শটের পসরায় ৫ ওভারেই রান পেরিয়ে যায় পঞ্চাশ। লিটন যথারীতি দারুণ খেলেও আউট হন নিরীহ বলে বাজে ভাবে। ২০ বলে করেন ৩৬।

এরপর নাজমুল ইসলাম অপুর বাঁহাতি স্পিনে এক ওভারে তিন ছক্কা উপহার দেন শোয়েব মালিক। ২ ছক্কায় ৭ বলে অপরাজিত ১৭ করে ম্যাচ শেষ করে দেন মোহাম্মদ নওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪৩/ ( ফ্লেচার ২৫, মজিদ ১৬, চার্লস ৮, মিঠুন ৪৭, রাদারফোর্ড ২৫, সোহাগ ০, মিলন ১৩*, দেলোয়ার ২*; নওয়াজ ৪-০-১৫-০, আবু জায়েদ ৪-০-২৯-১, ইরফান ৪-০-১৮-১, কামরুল রাব্বি ৪-০-২৮-০, ফরহাদ ১-০-১১-০, মালিক ১-০-১৯-০, অলক ১-০-১৪-২, বোপারা ১-০-৩-০)।
রাজশাহী রয়্যালস: ১৫.১ ওভারে ১৪৫/৪ (লিটন ৩৬, আফিফ ৪৬, মালিক ২৭, শুক্কুর ১০, বোপারা ১*, নওয়াজ ১৭*; ইবাদত ৩-০-৩২-০, নাভিন ৩-০-৩৪-০, রাদারফোর্ড ৪-০-৩১-১, নাজমুল অপু ৩-০-৩৬-০, দেলোয়ার ২.১-০-১১-২)।
ফল: রাজশাহী রয়্যালস ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর