এক মাসের জন্য বাইরে মোসাদ্দেক

বিপিএলে এবার ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি মোসাদ্দেক হোসেন। নিজেকে ফিরে পাওয়ার সুযোগও আর পাচ্ছেন না সিলেট থান্ডার অধিনায়ক। চোটে শেষ হয়ে গেছে তার বিপিএল। মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক মাস।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 12:45 PM
Updated : 4 Jan 2020, 12:45 PM

গত সোমবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ঘাড়ের নিচের দিকে চোট পেয়েছিলেন মোসাদ্দেক। দলের সঙ্গে সিলেটে এলেও নামতে পারেননি মাঠে। ঢাকা ফিরে শনিবার স্ক্যান করানোর পর ধরা পড়ে ‘গ্রেড টু টিয়ার।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হলে সেটিতেও বিবেচনার বাইরে রাখতে হবে মোসাদ্দেককে। বাংলাদেশের সবশেষ সিরিজে ভারতে তিন টি-টোয়েন্টির দুটিতে খেলেছিলেন এই অলরাউন্ডার।

বিপিএলে এবার ৮ ম্যাচে ১টি ফিফটিতে ১৯০ রান করেছেন মোসাদ্দেক, উইকেট নিয়েছেন তিনটি। তার বদলে সিলেট পর্বে সিলেট থান্ডারকে নেতৃত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।