লাবুশেনের ডাবল সেঞ্চুরির পর ল্যাথাম-ব্লান্ডেলের দৃঢ়তা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2020 01:58 PM BdST Updated: 04 Jan 2020 03:57 PM BdST
-
ছবি: আইসিসি
ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো মার্নাস লাবুশেন খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরিতে সিডনি টেস্টে বড় সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। কোনো ক্ষতি ছাড়ায় দিনের শেষ সেশন কাটিয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেল।
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৬৩। ল্যাথাম ২৬ ও ব্লান্ডেল ৩৪ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ১৫০.১ ওভারে ৪৫৪ রান করে অস্ট্রেলিয়া। দিন শেষে তারা ৩৯১ রানে এগিয়ে।
সাবধানী ছিলেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার। চ্যালেঞ্জিং কন্ডিশনে দেখিয়েছেন লড়াইয়ের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া ল্যাথামের ৮১ বলের ইনিংসে চার কেবল দুটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্লান্ডেলের ৯৩ বলের ইনিংসে বাউন্ডারি চারটি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে বোল্ড করে ফিরিয়ে দেন উইলিয়াম সমারভিল।
দুই অঙ্ক ছুঁয়েই ফিরে যান ট্রাভিস হেড। আঙুল ভেঙেছে তাকে বিদায় করা পেসার ম্যাট হেনরির। আগের দিন নিজের বলে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ডানহাতি পেসার। পরে স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়ে। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে তিনি ব্যাটিংয়ে নামবেন কি না।
অধিনায়ক টিম পেইনের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে চারশ রানে নিয়ে যান লাবুশেন। তিন চারে ৩৫ রান পেইনকে বোল্ড করে ৭৯ রানের জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম।
এরপর আর বেশিক্ষণ টিকেননি লাবুশেন। আগের দিন ১৬৩ বলে তিন অঙ্ক স্পর্শ করা এই টপ অর্ডার ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরিতে যান ৩৪৬ বলে। টড অ্যাস্টলকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় ১৯ চার ও এক ছক্কায় ৩৬৩ বলে খেলা ২১৫ রানের ইনিংস।
শেষের দিকে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ৫ উইকেট হারায় কেবল ৪৪ রানে। মিচেল স্টার্কের ২১ বলে ২২ রানের ইনিংসে ৪৫৪ পর্যন্ত যায় অস্ট্রেলিয়ার সংগ্রহ।
তিনটি করে উইকেট নেন নিল ওয়েগনার ও ডি গ্র্যান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৮৩/৩) ১৫০.১ ওভারে ৪৫৪ (লাবুশেন ২১৫, ওয়েড ২২, হেড ১০, পেইন ৩৫, প্যাটিনসন ২, কামিন্স ৮, স্টার্ক ২২, লায়ন ৬*; হেনরি ৩২-৩-৯৪-১, ডি গ্র্যান্ডহোম ২৪-১-৭৮-৩, ওয়েগনার ৩৩.১-৯-৬৬-৩, সমারভিল ২৯-২-৯৯-১, অ্যাস্টল ৩২-০-১১১-২)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৯ ওভারে ৬৩/০ (ল্যাথাম ২৬*, ব্লান্ডেল ৩৪*; স্টার্ক ৭-০-১৮-০, কামিন্স ৯-৩-১৮-০, প্যাটিনসন ৪-১-১০-০, লায়ন ৮-৩-১৩-০, লাবুশেন ১-০-১-০)
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ