যে কারণে আমলাকে নামায়নি খুলনা

নামের ধারে-ভারে এবারের বিপিএলের সবচেয়ে বড় তারকাদের একজন হাশিম আমলা। কয়েকদিন হলো দলের সঙ্গে আছেন, ম্যাচের আগের দিন অনুশীলন করেছেন। অথচ ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে আমলাকে একাদশেই রাখেনি খুলনা টাইগার্স। ম্যাচের পর সংবাদ সম্মেলনে খুলনা কোচ জেমস ফস্টার জানালেন সিদ্ধান্তের পেছনের কারণ।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 01:29 PM
Updated : 3 Jan 2020, 01:29 PM

ঢাকার বিপক্ষে এই ম্যাচে খুলনা হারে ১২ রানে। ১৭৩ রান তাড়ায় খুলনার হয়ে ইনিংস ওপেন করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা পারেননি দলকে ভালো শুরু এনে দিতে। মিডল অর্ডারে নাজিবউল্লাহ জাদরান ডট বল খেলেন অনেক। মুশফিকুর রহিমের ৩৩ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংসের পরও তাই পেরে ওঠেনি খুলনা। টপ বা মিডল অর্ডারে আমলা থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত, এই ধারণার পক্ষে লোকের অভাব হওয়ার কথা নয়।

ফস্টার ছোট্ট করে জানালেন, কেন তারা একাদশে রাখেননি আমলাকে।

“এই ম্যাচের জন্য এই একাদশকেই আমাদের কাছে ভালো মনে হয়েছে। ভেবেছি, এই কম্বিনেশন নিয়েই আমরা ভালো করব।”

লেগ স্পিনিং অলরাউন্ডার বিপ্লবকে ইনিংস শুরু করতে পাঠানোর সিদ্ধান্তও ছিল বিস্ময়কর। খুলনা কোচ জানালেন এই সিদ্ধান্তের কারণও।

“চোটের কারণে নাজমুল হোসেন শান্ত ছিল না, মিরাজের সঙ্গে ইনিংস শুরুর জন্য অন্য কাউকে লাগত আমাদের। আমাদের মনে হয়েছে, বিপ্লবকে সুযোগ দিয়ে দেখি।”