ইংল্যান্ডের ওয়ার্ম-আপে নিষিদ্ধ হলো ফুটবল

ক্রিকেটারদের ওয়ার্ম-আপে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে ইংল্যান্ড। অনুশীলনের সময়ে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ওপেনার ররি বার্নস ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্তে এসেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 11:27 AM
Updated : 3 Jan 2020, 11:50 AM

কেপ টাউনে শুক্রবার শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। আগের দিন ওয়ার্ম-আপের সময়ে ফুটবল খেলতে গিয়ে বাজেভাবে বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোট পান বার্নস। সিরিজের বাকি দুই টেস্টেও খেলতে পারবেন না ছন্দে থাকা টপ অর্ডার ব্যাটসম্যান। শুক্রবার রাতেই তার দেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

এই ঘটনার পর ইসিবির পুরুষ ক্রিকেটের পরিচালক অ্যাশলি জাইলস ও কোচ ক্রিস সিলভারউড এই সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের শেষ দিকে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো। তার আগে জো ডেনলি ও জেমস অ্যান্ডারসনেরও ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়ার অভিজ্ঞতা আছে।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ১০৭ রানে হেরে ১-০ তে পিছিয়ে আছে ইংল্যান্ড। চোট ভালোই ভোগাচ্ছে সফরকারীদের। বার্নস ছাড়াও চোটের কারণে কেপ টাউন টেস্টে খেলতে পারছেন না গতিময় পেসার জফ্রা আর্চার।