রাসেল-মালিকদের দেখে শিখছেন আফিফ

টুর্নামেন্ট শুরুর আগে আফিফ হোসেন বলেছিলেন, পাওয়ার হিটিং শিখতে চান আন্দ্রে রাসেলকে কাছ থেকে দেখে। টুর্নামেন্টের মাঝামাঝি এসে তরুণ অলরাউন্ডারের ব্যাটিংয়ে সেই তাড়নার প্রতিফলন পড়ছে বটে। বেশ আগ্রাসী ব্যাট করছেন। নিজেও জানালেন, শোয়েব মালিক, রাসেলদের কাছ থেকে শিখছেন অনেক কিছু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 01:17 PM
Updated : 28 Dec 2019, 01:22 PM

বিপিএলে এবার এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে আফিফ ১৯০ রান করেছেন ৩৮ গড়ে। স্ট্রাইক রেট ১৩২.৮৬। উইকেটে তাকে মনে হচ্ছে ভয়ডরহীন। খেলছেন দারুণ সব শট।

রাজশাহী রয়্যালসে এবার সতীর্থ হিসেবে আফিফ পেয়েছেন রাসেল, মালিক, রবি বোপারাদের, টি-টোয়েন্টির জগতে যারা বড় নাম। রাসেলের মতো পেশিশক্তি আফিফের নেই। আর তাই এই ক্যারিবিয়ান তারকাকে দেখে পাওয়ার হিটিংয়ের টেকনিক শেখার ইচ্ছা তার।

শনিবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে ৪৩ রানের ইনিংসের পর তরুণ অলরাউন্ডার বললেন, তার শিক্ষা কার্যক্রম চলছে ভালোই।

“আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় অনেক জনই আছে। বোপারা আছেন। মালিক ভাই, বোপারা স্পিন ভালো খেলে। তাদের থেকে শেখার চেষ্টা করছি, স্পিন কিভাবে ভালো খেলা যায়। আর রাসেলের কিছু টেকনিক দেখছি, কেমন টেকনিক সে ব্যবহার করে পাওয়ার হিটিংয়ের জন্য।”