সিরিজ শেষ বোল্টের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2019 03:15 PM BdST Updated: 28 Dec 2019 03:19 PM BdST
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর কঠিন থেকে কঠিতর হয়ে উঠছে। হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে এবার দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে হারাল কেন উইলিয়ামসনের দল; আঙুলের চোটে ছিটকে গেছেন পেসার ট্রেন্ট বোল্ট।
মেলবোর্নের ‘বক্সিং ডে’ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এক বিবৃতিতে বোল্টের সিরিজ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউ জিল্যান্ড ক্রিকেট। ম্যাচটি শেষ হলে দেশে ফিরে যাবেন বাঁহাতি এই পেসার।
দলের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মিচেল স্টার্কের একটি বাউন্সার আঘাত হানে বোল্টের ডান হাতের তর্জনিতে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে যদিও খেলা চালিয়ে যান তিনি। শেষ ব্যাটসম্যান আউট হলে নিউ জিল্যান্ড গুটিয়ে যায় ১৪৮ রানে।
পরে ৯ ওভার বোলিংও করেন বোল্ট। ম্যাচ শেষে করা এক্স-রেতে তার আঙুলে চিড় ধরা পড়ে। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টেও বাইরে ছিলেন ১২৩ ইনিংসের ক্যারিয়ারে ২৫৬ উইকেট নেওয়া বোল্ট।
তার পরিবর্তে দলে নতুন কেউ যুক্ত হবে কি-না, তা পরে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৭ রান তুলে ৪৫৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি, সিডনিতে।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন