সিরিজ শেষ বোল্টের

নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর কঠিন থেকে কঠিতর হয়ে উঠছে। হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে এবার দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে হারাল কেন উইলিয়ামসনের দল; আঙুলের চোটে ছিটকে গেছেন পেসার ট্রেন্ট বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2019, 09:15 AM
Updated : 28 Dec 2019, 09:19 AM

মেলবোর্নের ‘বক্সিং ডে’ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এক বিবৃতিতে বোল্টের সিরিজ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউ জিল্যান্ড ক্রিকেট। ম্যাচটি শেষ হলে দেশে ফিরে যাবেন বাঁহাতি এই পেসার।

দলের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মিচেল স্টার্কের একটি বাউন্সার আঘাত হানে বোল্টের ডান হাতের তর্জনিতে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে যদিও খেলা চালিয়ে যান তিনি। শেষ ব্যাটসম্যান আউট হলে নিউ জিল্যান্ড গুটিয়ে যায় ১৪৮ রানে।

পরে ৯ ওভার বোলিংও করেন বোল্ট। ম্যাচ শেষে করা এক্স-রেতে তার আঙুলে চিড় ধরা পড়ে। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টেও বাইরে ছিলেন ১২৩ ইনিংসের ক্যারিয়ারে ২৫৬ উইকেট নেওয়া বোল্ট।

তার পরিবর্তে দলে নতুন কেউ যুক্ত হবে কি-না, তা পরে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৭ রান তুলে ৪৫৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি, সিডনিতে।