হেডের সেঞ্চুরির পর চাপে নিউ জিল্যান্ড

সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি স্টিভেন স্মিথ। ব্যর্থ হননি আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ট্রাভিস হেড। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 08:19 AM
Updated : 29 Dec 2019, 10:47 AM

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। এখনও ৪২৩ রানে পিছিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল।

শুরুতেই টম ব্লান্ডেলকে হারায় নিউ জিল্যান্ড। প্যাট কামিন্সের বলে আলগা শটে টিম পেইনের গ্লাভসবন্দি হন দুই বছর পর টেস্ট খেলতে নামা এই ওপেনার।

দিনের শেষ বেলায় মেলে আরও বড় শিকার। জেমস প্যাটিনসনকে পুল করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরে যান নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা উইলিয়ামসন। বাকি সময় নিরাপদেই কাটিয়ে দেন টম ল্যাথাম ও রস টেইলর।

এর আগে শুক্রবার ৪ উইকেটে ২৫৭ রান নিয়ে নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৬৭ রান।

প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেন স্মিথ ও হেড। সফরকারীদের আঁটসাঁট বোলিংয়ের বিপক্ষে দুই জনেই ছিলেন সাবধানী। পানি পানের বিরতির পর প্রথম ওভারেই সাফল্য পায় নিউ জিল্যান্ড।

ছবি: আইসিসি

নিল ওয়েগনারের বাউন্সারে গালিতে ধরা পড়েন স্মিথ। ২৪২ বল খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৮৫ রানের ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। টানা তিন ইনিংসে তিনি ফিরলেন গতিময় পেসার ওয়েগনারের বলে ক্যাচ দিয়ে।

ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটিতে দলকে পথ দেখান হেড ও পেইন। তাদের দৃঢ়তায় মাঝের সেশনে কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। প্রথম সেঞ্চুরির আশা জাগানো অধিনায়ক পেইনকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন ওয়েগনার।

১৩৮ বলে ৯ চারে ৭৯ রান করেন পেইন। কিপার-ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে ১৫০ রানের জুটি। পরে হেডকেও থামান ওয়েগনার।

১২ চারে ২৩৪ বলে ১১৪ রান করেন হেড। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার সংগ্রহ। শেষ দিকে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের থামিয়ে দেন টিম সাউদি।

৮৩ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার ওয়েগনার। ১০৩ রান খরচায় সাউদির শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৫৭/৪) ১৫৫.১ ওভারে ৪৬৭ (স্মিথ ৮৫, হেড ১১৪, পেইন ৭৯, স্টারন্ক ১, প্যাটিনসন ১৪, কামিন্স ০, লায়ন ১; বোল্ট ৩১-৩-৯১-১, সাউদি ৩৩.১-৬-১০৩-৩, ডি গ্র্যান্ডহোম ৩০-৫-৬৮০২, ওয়েগনার ৩৮-১১-৮৩-৪, স্যান্টনার ২০-১-৮২-০, ব্লানডেল ৩-০-১৩-০)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৮ ওভারে ৪৪/২ (ল্যাথাম ৯*, ব্লান্ডেল ১৫, উইলিয়ামসন ৯, টেইলর ২*; স্টার্ক ৪-০-১৮-০, কামিন্স ৭-৩-৮-১, প্যাটিনসন ৫-১-৯-১, লায়ন ২-০-২-০)