স্মিথের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2019 02:01 PM BdST Updated: 27 Dec 2019 04:09 AM BdST
-
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
-
মাঠে এদিন দর্শক উপস্থিতি ছিল ৮০ হাজার ৪৭৩ জন। নন-অ্যাশেজ বক্সিং ডে টেস্টে যা রেকর্ড। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
দিনের প্রথম ওভারেই জো বার্নসের স্টাম্প গুঁড়িয়ে দিলেন ট্রেন্ট বোল্ট। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দুর্দান্ত এই শুরু ধরে রাখতে পারেনি নিউ জিল্যান্ড। স্টিভেন স্মিথের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনে এগিয়ে অস্ট্রেলিয়াই।
তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৭ রান। ৭৭ রানে ব্যাট করছেন স্মিথ, ২৫ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড।
টস ভাগ্যে হেসে বোলিং নেয় প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা নিউ জিল্যান্ড। সবুজ উইকেট ও পেস সহায়ক কন্ডিশন কাজে লাগানোর কথা জানান অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম পেইনকে অবশ্য টস হেরে খুব একটা অখুশি মনে হয়নি। শুরুটা ভালো হলে এই পিচে ব্যাটিং করা কঠিন হবে না বলে জানান অজি অধিনায়ক।
দিন শেষে পেইনের পরিকল্পনাই এগিয়ে। যদিও দর্শক ঠাসা মেলবোর্ন ক্রিকেড গ্রাউন্ডে সফরকারীদের শুরুটা ছিল দারুণ। দিনের চতুর্থ বলেই বার্নসকে বোল্ড করে দেন চোট কাটিয়ে দলে ফেরা বোল্ট।
আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও দারুণ ছন্দে থাকা মার্নাস লাবুশেনের ৬০ রানের জুটিতে ধাক্কাটা সামলে নেয় স্বাগতিকরা। তবে লাঞ্চের আগে ওয়ার্নারকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানিয়ে দলকে লড়াইয়ে ফেরান নিল ওয়েগনার। ৬৪ বলে ৩টি চারে ৪১ রান করে ফেরেন ওয়ার্নার।

মাঠে এদিন দর্শক উপস্থিতি ছিল ৮০ হাজার ৪৭৩ জন। নন-অ্যাশেজ বক্সিং ডে টেস্টে যা রেকর্ড। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
শেষ সেশনে কিউইদের প্রাপ্তি কেবল ম্যাথু ওয়েডের উইকেট। ৭৮ বলে ৩৮ রান করা এই মিডলঅর্ডারকে কট বিহাইন্ড করে ৭২ রানের জুটি ভাঙেন ডি গ্র্যান্ডহোম।
তবে অন্য প্রান্তে স্মিথ ছিলেন অবিচল। হেডকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি। ১০৩ বলে ফিফটি করা স্মিথ দিন শেষে নিজের ইনিংসটি সাজান ১৯২ বলে ৮টি চার ও এক ছক্কায়।
৪৮ রানে ২ উইকেট নিয়ে ডি গ্র্যান্ডহোমই দিনের সেরা বোলার। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন স্পিনার মিচেল স্যান্টনার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৫৭/৪ (ওয়ার্নার ৪১, বার্নস ০, লাবুশেন ৬৩, স্মিথ ৭৭*, ওয়েড ৩৮, হেড ২৫*; বোল্ট ২০-২-৬০-১, সাউদি ২১-৫-৬৩-০, ডি গ্র্যান্ডহোম ২১-৫-৪৮-২, ওয়েগনার ২১-৭-৪০-১, স্যান্টনার ৭-১-৩৪-০)
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
-
ইবাদত, খালেদকে আরও দায়িত্ব নিতে বললেন লিটন
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে