রাসেলের দারুণ বোলিংয়ের পর লিটনের ফিফটি

প্রথম ওভারে জোড়া উইকেট নিয়ে খুলনা টাইগার্সকে কাঁপিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ইনিংস মেরামতের নিপুণ শিল্পী মুশফিকুর রহিম এবার পারলেন না দলকে বাঁচাতে। শেষের দিকে ফিরে আবার জোড়া উইকেট নিলেন রাসেল। মাঝারি রান তাড়ায় দারুণ এক ফিফটিতে রাজশাহী রয়্যালসকে পথ দেখালেন লিটন দাস।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 02:21 PM
Updated : 23 Dec 2019, 04:04 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবারের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাজশাহী। নিজেদের আগের ম্যাচে খুলনার বিপক্ষেই ৫ উইকেটে হেরেছিল রাসেলের দল। প্রথম তিন ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারল মুশফিকের খুলনা।
 
১৪৬ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায় রাজশাহী।   
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। কাজে আসেনি ব্যাটিং অর্ডারে অদল-বদল। দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে বিদায় করেন রাসেল। প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজকে রানের খাতাই খুলতে দেননি তিনি।
 
প্রথম ওভারে দুই উইকেট হারানো খুলনাকে পথ দেখাতে পারেননি অধিনায়ক। কামরুল ইসলাম রাব্বির বলে ফিরে যান কট বিহাইন্ড হয়ে। মুশফিক ১২ বল খেলে করেন ১। ওপেনিং থেকে পাঁচে নেমে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
 
২৯ রানে ৪ উইকেট হারানো খুলনা এগিয়ে যায় রাইলি রুশো ও শামসুর রহমানের ব্যাটে। চাপের মধ্যেও দারুণ সব শট খেলা রুশোকে ফিরিয়ে ৩১ রানের জুটি ভাঙেন আফিফ হোসেন।

সাবধানী ব্যাটিংয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন শামসুর ও রবি ফ্রাইলিঙ্ক। বোলিংয়ে ফিরে শামসুরকে বিদায় করে ৬৭ রানের জুটি ভাঙেন রাসেল। খুলনার মিডল অর্ডার ব্যাটসম্যান ৪৬ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ৫৫ রান। সেই ওভারেই শহিদুল ইসলামকে ফিরিয়ে দেন রাজশাহী অধিনায়ক।
 
শেষ দিকে বড় শটের চেষ্টায় ছিলেন ফ্রাইলিঙ্ক। তাকে বিদায় করে খুলনাকে দেড়শ আগেই থামান রবি বোপারা।
 
রান তাড়ায় রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন ও আফিফ। জুটিতে অগ্রণী ছিলেন লিটন। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাওয়া আফিফের রান আউটে ভাঙে ৭৫ রানের উদ্বোধনী জুটি। আফিফ ফিরে যান তিন চারে ২২ রান করে।
 
৩৮ বলে পঞ্চাশ ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি লিটন। শহিদুল ইসলামের বলে ধরা পড়েন তানভীর ইসলামের হাতে। ৪৪ বলে খেলা লিটনের ৫৫ বলের ইনিংস গড়া পাঁচ চার ও দুই ছক্কায়। 
 
লিটনের পর দ্রুত ফিরে যান শোয়েব মালিক। বোপারাকে নিয়ে বাকিটা সারেন রাসেল। ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া বোপারা করেন ৮ বলে ১৩।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৪৫/৯ (গুরবাজ ৪, মিরাজ ০, রুশো ৩৫, মুশফিক ১, শান্ত ০, শামসুর ৫৫, ফ্রাইলিঙ্ক ৩১, শহিদুল ৬, আমির ৩, শফিউল ২*, তানভীর ০*; রাসেল ৪-০-৩৪-৪, ইরফান ৩-০-১২-০, রাব্বি ৩-০-২৩-২, আবু জায়েদ ১-০-১২-০, আফিফ ২-০-১১-১, কাপালী ৩-০-২০-০, রেজা ১-০-৮-০, বোপারা ৩-০-২০-২)
 
রাজশাহী রয়্যালস: ১৮ ওভারে ১৪৯/৩ (লিটন ৫৮, আফিফ ২২, মালিক ১৬, রাসেল ২৮*, বোপারা ১৩*; আমির ৪-০-২৯-০, ফ্রাইলিঙ্ক ৪-০-৩৯-১, শফিউল ২-০-২৭-০, তানভীর ৪-০-২৬-০, মিরাজ ১-০-৫-০, শহিদুল ৩-০-২৩-১)
 
ফল: রাজশাহী রয়্যালস ৭ উইকেটে জয়ী